ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরো ম্যাচ খেলতে চান মাশরাফি

প্রকাশিত: ০৪:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৫

পুরো ম্যাচ খেলতে চান মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় মার্সিয়া ও ল্যাম আঘাত হেনেছে ব্রিসবেনের উপকূলে। গত কয়েক দিন ধরেই তুমুল ঝড়-বৃষ্টির মধ্যে আছে ব্রিসবেনবাসী। শুক্রবার বৃষ্টি হয়েছে। তাই নির্ধারিত সময়ে মাঠের অনুশীলন বাদ দিয়ে ইনডোরেই প্র্যাকটিস করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ ব্রিসবেনের গাব্বায় বিশ্বকাপ জয়ের হট ফেবারিট আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে। আফগানিস্তানকে প্রথম ম্যাচে বিধ্বস্ত করার পর দারুণ উজ্জীবিত এখন মাশরাফি বিন মর্তুজাবাহিনী। প্রতিপক্ষ চারবারের বিশ্বকাপজয়ী ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া হলেও তাই এখন আর কোন ভীতি বা শঙ্কা কাজ করছে না। তবে বৃষ্টিতে ম্যাচের পাশাপাশি ভেসে যেতে পারে টাইগারদের এমন লড়াকু মনোভাবটাও। তবে প্রকৃতির আশীর্বাদে এক পয়েন্ট অর্জনের চেয়ে পুরো ম্যাচ খেলতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তিনি শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত হচ্ছি। আমার মনে হয় এক পয়েন্ট পাওয়ার চিন্তা করা খুবই নেতিবাচক বিষয়।’ গাব্বার উইকেট সফরকারী যে কোন দলের জন্য ভীতিকর আতঙ্ক। কারণ এ ভেন্যুর উইকেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গতিধর হিসেবে স্বীকৃত। সে কারণে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। এ বিষয়ে মাশরাফি, ‘আমরা কোন কমিয়ে আনা ওভারের ম্যাচও খেলতে চাই না। আমরা বৃষ্টির জন্য খুব হতাশ, তবে অনুশীলনের সমস্যাটা এখানে দু’দলের জন্যই হচ্ছে। আমাদের কিছুটা সময় হলেও এখানকার নেটে ব্যাট-বলের অনুশীলন করা খুব জরুরী ছিল। আমরা অবশ্যই পুরো ম্যাচ খেলতে চাই। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন মাঠে খেলাটা অনেক বড় অভিজ্ঞতা হবে। যদি এ ম্যাচে আমরা ভাল ক্রিকেট খেলতে পারি সেটা খুবই কার্যকর অনুপ্রেরণা হিসেবে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভূমিকা রাখবে।’ মানুকা ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে আট ব্যাটসম্যান নিয়ে খেলেছিল বাংলাদেশ। তবে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একজন বাদ রেখে দলে রাখা হতে পারে আরেকজন বোলার। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমাদের বাধ্য হয়েই বিজয়ী একাদশের বাইরে তাকাতে হবে। এ টুর্নামেন্টে বৈচিত্র্যময় পরিবেশে প্রতিটি খেলা। এ কারণে পরিবেশ অনুসারে আমাদের সমন্বয় গড়তে হবে। আমার মনে হয় যারা প্রথম ম্যাচে রান পায়নি এ ম্যাচে তাঁরা উন্মুখ থাকবেন কিছু রান পেতে।’ এ ম্যাচে অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক ইনজুরি কাটিয়ে ফিরছেন। তাকে স্বাগত জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘খুব ভাল বিষয় যে তিনি ফিরছেন। আমাদের এ ম্যাচে হারানোর কিছু নেই। ক্লার্ক ছাড়াও তাদের অনেক তারকা আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।’
×