ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ

রুখে দাঁড়ানোর প্রত্যয়

প্রকাশিত: ০৩:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০১৫

রুখে দাঁড়ানোর প্রত্যয়

জনকণ্ঠ ডেস্ক ॥ পুড়ছে মানুষ, জ্বলছে দেশ- রুখে দাঁড়াও বাংলাদেশ। এ অঙ্গীকারকে সামনে রেখে শুক্রবার সারাদেশে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবরÑ গোপালগঞ্জ ॥ শুক্রবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়ক থেকে গণ-মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরঙ্গী পয়েন্টে জেলা আওয়ামী লীগ সভাপতি রাজা মিয়া বাটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা জাসদের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ ১৪ দল নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখেন। ঈশ্বরদী ॥ শুক্রবার বিকেল ৪টায় ঈশ্বরদীতে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পোস্ট অফিস মোড় থেকে ১৪ দলের পক্ষে বের হওয়া গণমিছিলটি শহর প্রদক্ষিণ শেষে রিক্সাস্ট্যান্ডে এক পথসভা করে। এ সভায় বক্তব্য দেনÑ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু ও সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথা প্রমুখ। ঝালকাঠি ॥ শুক্রবার বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহআলম মিছিলের নেতৃত্ব দেন। বিশাল এ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে মিছিলটি শুরু হয় এবং শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মেহেরপুর ॥ হরতাল-অবরোধের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে গবাদি পশু গরু, ছাগল, ভেড়া নিয়ে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষক লীগ নেতা ওয়াসীম সাজ্জাদ লিখন। বাঁশবাড়িয়া ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ॥ জেলা ১৪ দলের উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শুক্রবার বেলা ১১টায় কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাইফুল করিম সাবু প্রমুখ। বরিশাল ॥ শুক্রবার সকালে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হিরণ কুমার দাস, মহানগর সভাপতি মৃণাল কান্তি সাহা প্রমুখ। টঙ্গী ॥ টঙ্গীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আহ্বায়ক মোঃ শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেনÑ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিসেস দিলারা ইয়াসমিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার উদ্দিন, বেগম শামসুন্নাহার ভূঁইয়া। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়া ও টঙ্গীবাড়িসহ উপজেলা পর্যায়ে অবরোধ-হরতালের নামে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত এই মিছিলে অঙ্গসংগঠন নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। টঙ্গীবাড়ি উপজেলা সদর থেকে বের হওয়ায় এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, জগলুল হালদার ভুতু ও ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ। খুলনা ॥ শুক্রবার বিকেলে খুলনা মহানগরীতে ১৪ দলের উদ্যোগে বিরাট গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রূপসা মোড় থেকে প্রধান গণমিছিল শুরু হয়ে সিটি কলেজ মোড়, ময়লাপোতা মোড়, শিববাড়ি মোড় হয়ে যশোর রোড দিয়ে হাদিস পার্কে গিয়ে শেষ হয়। মিছিলের আগে রূপসা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি। সিলেট ॥ শুক্রবার বিকেল ৪টায় সিলেটে গণমিছিল করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। নোয়াখালী ॥ শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডাঃ এ বি এম জাফর উল্যা, নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশিদ কিরন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, প্রমুখের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সিরাজগঞ্জ ॥ শুক্রবার সিরাজগঞ্জ জেলা ১৪ দলের গণমিছিল অনুষ্ঠিত হয়। শহরের এসএস রোডে জেলা আওয়ামী লীগ অফিস থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে শেষ হয়। মিছিলে জেলা ১৪ দলের আহ্বায়ক মোস্তফা কামাল খান, আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, চেম্বার অব কমার্সের আবু ইউসুফ সূর্য, জাসদের সভাপতি আব্দুল হাই তারুকদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল। পার্বতীপুর ॥ শুক্রবার বিকেল ৪টায় পার্বতীপুরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে উপস্থিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্বতীপুর আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।
×