ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে কাঠের বিশ্বকাপ

প্রকাশিত: ০৩:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০১৫

টাঙ্গাইলে কাঠের বিশ্বকাপ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২০ ফেব্রুয়ারি ॥ সারা বিশ্ব যখন ক্রিকেট জ্বরে ভুগছে। ঠিক তখনই ক্রিকেটের প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট পাগল শিক্ষক আব্দুল লতিফ তালুকদার তৈরি করেছেন কাঠের তৈরি বিশ্বকাপ। দীর্ঘ ৩ মাস অক্লান্ত পরিশ্রম করে তিনি এ ট্রফি তৈরি করেন। নিখুঁতভাবে কাঠ দিয়ে তৈরি এ ট্রফিতে রংও করেছেন তিনি নিজ হাতে। ট্রফিটি দেখে কেউ বলতেই পারবে না যে এটি আসল বিশ্বকাপ ট্রফি নয়। এলাকার ক্রিকেট ভক্তরা ট্রফি দেখতে প্রতিদিন ছুটে আসছে শিক্ষক লতিফ তালুকদারের নিজ বাড়ি গোবিন্দাসী গ্রামে। শিক্ষকতার পাশাপাশি লতিফ তালুকদার চারু ও কারুশিল্পের সঙ্গেও জড়িত রয়েছেন। কাঠের বিশ্বকাপ ট্রফি তৈরির কারিগর শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বলেন, আমি ছোট সময় থেকেই ক্রিকেট ভালবাসী এবং নিজেও ক্রিকেট খেলতাম। সব সময় ক্রিকেট খেলা দেখি। ক্রিকেটের প্রতি রয়েছে আমার অন্যরকম ভালবাসা। ট্রফিটি এবারের বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ দলকে উৎসর্গ করেছি।
×