ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে দিনমজুর কোটি টাকার সম্পত্তি দিলেন পুলিশ ফাঁড়ি নির্মাণে

প্রকাশিত: ০৩:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০১৫

বরিশালে  দিনমজুর কোটি টাকার সম্পত্তি দিলেন পুলিশ ফাঁড়ি নির্মাণে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গরিব মানুষরা যুগে যুগে দেশের কল্যাণে ত্যাগ স্বীকার করে দানের মাধ্যমে ইতিহাসে নাম লিখিয়েছেন। তেমনি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার উজিরপুর উপজেলার জল্লা গ্রামের দিনমজুর আদিত্য কুমার বাড়ৈ। ওই এলাকায় স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ির নিজস্ব ভবন নির্মাণের জন্য আদিত্য বাড়ৈ তার পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় কোটি টাকা মূল্যের ১ একর ১ শতক জমি দান করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের নামে তিনি দানপত্রের সকল কাগজপত্র তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপারের হাতে। স্থানীয় ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ জানান, ওই এলাকার মৃত হরিবর বাড়ৈর পুত্র দিনমজুর আদিত্য কুমার বাড়ৈ তার পৈত্রিক সূত্রে পাওয়া ১৭নং কুড়লিয়া মৌজার এস.এ ৪১১নং খতিয়ানের ২৬৯৪ ও ২৭৫১নং দাগের ১ একর ১ শতক জমি বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষে জেলা পুলিশ সুপারকে দান করেন।
×