ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাউজিংয়ে গতি এইচটিটিপি/২

প্রকাশিত: ০৩:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০১৫

ব্রাউজিংয়ে গতি এইচটিটিপি/২

নতুন ওয়েব প্রোটোকল হিসেবে এইচটিটিপি/২ গ্রহণ করেছে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং স্টিয়ারিং গ্রুপ (আইইএসজি)। বিশেষজ্ঞদের মতে, নতুন এই প্রোটোকলে গতি বাড়বে ওয়েব ব্রাউজিংয়ের। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের (এইচটিটিপি) মাধ্যমে সার্ভারের সঙ্গে যোগাযোগ করে ওয়েব পেইজ প্রদর্শন করবে কম্পিউটারের ব্রাউজার। এইচটিটিপি থেকে এইচটিটিপি/২ হবে দেড় দশকের মধ্যে প্রথম এ্যাপ্লিকেশন প্রোটোকলের সবচেয়ে বড় উন্নয়ন। -বিবিসি
×