ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেন্দ্রমণ্ডলে আরেকটি মণ্ডল

প্রকাশিত: ০৩:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০১৫

কেন্দ্রমণ্ডলে আরেকটি মণ্ডল

পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশে আরেকটি কেন্দ্র আছে। সেটি একটি সুনির্দিষ্ট কেন্দ্রীয় অঞ্চল। ওই কেন্দ্রীয় অঞ্চলের লৌহ ক্রিস্টালগুলো কেন্দ্রমন্ডলের বাইরের দিকে থাকা লৌহ ক্রিস্টালগুলো থেকে আলাদা। সেখানকার ঢেউগুলো পৃথিবী অভ্যন্তরের একপাশে ধাক্কা খেয়ে অন্যপাশে যায় আবার অন্যপাশে ধাক্কা খেয়ে আরেকপাশে যায় এভাবে চলতে থাকে। প্রায় চাঁদের সমান পৃথিবীর কেন্দ্রমন্ডলটি দুটি অংশ নিয়ে গঠিত। কেন্দ্রম-লের কেন্দ্রের ক্রিস্টালগুলো পূর্ব-পশ্চিমমুখী অবস্থায় থাকে। -বিবিসি
×