ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধিকার রক্ষায় গণসমাবেশ

প্রকাশিত: ০৬:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০১৫

অধিকার রক্ষায় গণসমাবেশ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে প্রান্তিক কৃষকের অধিকার সুরক্ষায় গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নে দিনব্যাপী এ কৃষক সমাবেশে পাঁচগাছী, যাত্রাপুর, ঘোগাদহ ও ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার এ কে এম নজমুল হুদা। বক্তব্য রাখেন কৃষক নেতা চাষী নূরনবী ইসলাম, জীবিকার পরিচালক মানিক চৌধুরী, কৃষক নেতা আব্দুল মজিদ প্রমুখ। সাইকেল বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৪২টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ‘ক্লিন মুন্সীগঞ্জ, গ্রীন মুন্সীগঞ্জ’ সামাজিক আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল এ সব সাইকেল বিতরণ করেন। টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ইউএনও তাজিনা সারোয়ার, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ ফজলুল করিম, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক এনায়েত হোসেন, আনিছুর রহমান ও কামরুননাহার। নওগাঁয় লীলাকীর্তন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার অরুণোদয় থেকে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী সুলতানপুর কালীতলা শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলাকীর্তন শুরু হয়েছে। এবারে কীর্তন পরিবেশনায় রয়েছেনÑ কলকাতার খ্যাতিমান নারী কীর্তনীয়া শ্রীমতি জয়িতা রানী ও নবদ্বীপের শ্রীমতি কল্যাণী রানী, বগুড়ার গাবতলীর রাধারাম অধিকারী ও নওগাঁর আত্রাইয়ের ডাঃ সুবাস চন্দ্র দাস। শনিবার দুপুরে কুঞ্জভঙ্গ, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব ও প্রসাদ বিতরণ হবে। ফ্রি স্বাস্থ্যসেবা নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ১৯ ফেব্রুয়ারি ॥ শ্রীকৃষ্ণের ১৮০তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে । এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ও শহরের ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে শ্রী রামকৃষ্ণ আশ্রমে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার।
×