ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রানে ফিরতে মরিয়া ইংলিশ অধিনায়ক মরগান

প্রকাশিত: ০৬:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৫

রানে ফিরতে মরিয়া ইংলিশ অধিনায়ক মরগান

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ক্রিকেট দলের এখন বড় দুশ্চিন্তা অধিনায়ক ইয়ন মরগানকে নিয়ে। একেবারেই ফর্মে নেই এ অপরিহার্য ব্যাটসম্যান। সব ধরনের ম্যাচ মিলিয়ে গত ৫ ইনিংসে পুরোপুরিই ব্যর্থ ছিলেন মরগান। করতে পেরেছেন মাত্র দুই রান, চার ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। এ কারণে অনুশীলনে তাকে নিয়ে বিশেষভাবে কাজ করেছেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশ। তিনি আশা প্রকাশ করেছেন মরগানের মানসিক যে শক্তি রয়েছে সেটার জন্যই নিজেকে ফিরে পাবেন তিনি। অচিরেই রানেও ফিরবেন মরগান এমনটাই বিশ্বাস রামপ্রকাশের। অস্ট্রেলিয়ার কাছে উদ্বোধনী ম্যাচেই ১১১ রানে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড। এবার আরেকটি কঠিন পরীক্ষা তাদের স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ঘুরে দাঁড়ানোর এ ম্যাচে এবার ইংলিশদের বড় চিন্তা ব্যাটিং নিয়ে। বিশেষ করে দলনেতা মরগান নিজের ব্যাটেই রান পাচ্ছেন না তা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ইংলিশদের জন্য। টানা দুই ম্যাচ জেতা উজ্জীবিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরগানের রানে ফেরাটা অতীব জরুরী। তবে এসব চাপ কাটিয়ে নিজেকে মেলে ধরার যথেষ্ট যোগ্যতা ও সামর্থ্য আছে মরগানের এমনটাই বিশ্বাস রামপ্রকাশের। তিনি বলেন, ‘লক্ষ্য করুন, তিনি নিজেকে নিয়ে যথেষ্ট সতর্ক যে কিছু রান পেতেই হবে। তিনি যদি কিছু ভূমিকা রাখতে পারেন সেটা দলের জন্য খুবই ভাল হবে। তবে বড় ম্যাচের যে চাপ সেটাকে সামাল দেয়ার পাশাপাশি একজন অধিনায়কের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করাটাও স্বাভাবিক নয়। আমার বিশ্বাস আছে চাপটা সামাল দিয়েও রান করার সামর্থ্য রাখেন মরগান।’ তবে ইংলিশ অধিনায়ক রান পাচ্ছেন না সে কারণে তার ওপর বাড়তি চাপ প্রয়োগ করা কিংবা তাগাদা দেয়া উচিত হবে না বলেই মনে করেন রামপ্রকাশ। এ কারণে তিনি মরগানকে বাড়তি কোন পরামর্শও দেননি। অনুশীলনে শুধু দীর্ঘ সময় দিয়েছেন। এ বিষয়ে মরগান বলেন, ‘আমি কখনই তাকে বলব না ‘আমি মনে করি তোমার এমনটা করা উচিত।’ নিজের খেলা সম্পর্কে তিনিই ভাল জানেন। তার কি সামর্থ্য আছে নিজেই জানেন। তার অভিজ্ঞতাই তাকে রানে ফিরিয়ে আনবে। আমরা লক্ষ্য রাখছি তিনি কিভাবে তার দায়িত্বটা পালন করেন।’ রানে না থাকলেও দলকে বেশ ভালভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মরগান। তার নেতৃত্বের প্রশংসাও করেছেন তিনি। রামপ্রকাশ বলেন, ‘দলটিকে যেভাবে মরগান নিয়ন্ত্রণ করছেন আমি সত্যিই সে জন্য তার ওপর সন্তুষ্ট। নেতৃত্ব পাওয়ার পরই তিনি সিডনিতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আর এতেই প্রমাণ হয় তার মধ্যে বড় ইনিংস খেলার সামর্থ্য পুরোপুরিই আছে।’ শুধু রামপ্রকাশ নয়, প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামও মনে করছেন মরগান তার মানসিক চাপ কাটিয়ে রানে ফিরতে সক্ষম হবেন। ম্যাককুলাম বলেন, ‘তিনি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে তিনি আমার খুব ভাল একজন সতীর্থ। এ মুহূর্তে হয়ত তিনি কিছুটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু কঠিন পরিস্থিতি শেষ পর্যন্ত থাকে না। আমার মনে হয় তিনি এখান থেকে অচিরেই বেরিয়ে আসতে পারবেন।’
×