ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরএসপিএইচের স্বীকৃতি পেল লাইফবয়

প্রকাশিত: ০৫:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০১৫

আরএসপিএইচের স্বীকৃতি পেল লাইফবয়

এক শ’ বছরেরও বেশি সময় ধরে গবেষণার ইতিহাসে লন্ডনভিত্তিক সংস্থা ‘রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ’ (আরএসপিএইচ) স্বাস্থ্য ও সুরক্ষা সংশ্লিষ্ট অনেক গবেষণা করেছে। কিন্তু এই প্রথমবারের মতো আরএসপিএইচ স্বীকৃতি দিল একটি সাবানকে। আর তা হলো লাইফবয়, যা সৃষ্টি করল এক অনবদ্য দৃষ্টান্ত। লাইফবয় এখন আরএসপিএইচ স্বীকৃত বিশ্বের একমাত্র সাবান। লাইফবয় গত বছরের ৩ এপ্রিল এই স্বীকৃতি অর্জন করে। এখন থেকে প্রতিটি লাইফবয়ের মোড়কে থাকবে আরএসপিএইচের সিল। বাজারে প্রচলিত লাইফবয়ের অন্যতম প্রধান দুটি ভ্যারিয়েন্ট হলো ‘লাইফবয় টোটাল ও লাইফবয় কেয়ার’। বর্তমানে যুক্ত হয়েছে নতুন একটি ভ্যারিয়েন্টÑলাইফবয় লেমন ফ্রেশ। আরএসপিএইচের স্বীকৃতি প্রাপ্তিতে ইউনিলিভারের পক্ষ থেকে জাননো হয়েছে, আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং গর্বিত যে বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের সাবানকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের অন্যতম প্রধান অগ্রগামী হেলথ সোপ ব্র্যান্ড হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো হাইজিন পণ্যের সহজলভ্যতা এবং জীবাণু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার মাধ্যমে পার্থক্য তৈরি করা। এই স্বীকৃতি লাইফবয়ের গুণগত মানের প্রমাণস্বরূপ; যা জনসচেতনতা সৃষ্টিতে আমাদের আরও উৎসাহিত করবে এবং অভ্যাস পরিবর্তনের মাধ্যমে জীবন বাঁচানোর লক্ষ্য অর্জনের বিষয়টিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।-বিজ্ঞপ্তি
×