ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএডিসি থেকে ৪২২ টন বীজ কিনবে পাট মন্ত্রণালয়

প্রকাশিত: ০৪:১৫, ২০ ফেব্রুয়ারি ২০১৫

বিএডিসি থেকে ৪২২ টন বীজ কিনবে পাট মন্ত্রণালয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরে সরকার বিএডিসির কাছ থেকে ৪২২ মেট্রিক টন পাটবীজ ক্রয় করবে। বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বেগম মন্নুজান সুফিয়ান, ফাহ্মী গোলন্দাজ বাবেল, ডাঃ এনামুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সাবিনা আক্তার তুহিন অংশগ্রহণ করেন। বৈঠকে জানানো হয়, চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) থেকে ৪২২ মেট্রিক টন পাট বীজ ক্রয় করা হবে। বৈঠকে বিজেএমসির মালিকানাধীন ও দখলীভুক্ত জমির বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হয় এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সে আলোকে ভবিষ্যতে কাজ করার সুপারিশ করা হয়।
×