ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিডিসির পর্ষদের সভা বুধবার

প্রকাশিত: ০৪:১৪, ২০ ফেব্রুয়ারি ২০১৫

আইপিডিসির পর্ষদের সভা বুধবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক খাতের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এই সময়ে লভ্যাংশ প্রদানের সুপারিশ আসতে পারে। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এরমধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছিল ১ টাকা ৩৬ পয়সা। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। লঙ্কাবাংলার ২০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত লঙ্কাবাংলা ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। আগামী ১৯ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এই সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ মার্চ। কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০২ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৫ পয়সা।
×