ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোহানের চলচ্চিত্রে সোনিয়া

প্রকাশিত: ০৭:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

সোহানের চলচ্চিত্রে সোনিয়া

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য নির্মাতা সোহানুর রহমান সোহানের নির্দেশনায় প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন সোনিয়া হোসেন। মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি প্রযোজিত ‘ওয়াও বেবী ওয়াও (অবলা নারী)’ চলচ্চিত্রে কেন্দ্রীয় দুটি চরিত্রের একটিতে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন সোনিয়া। সম্প্রতি সোহানুর রহমান সোহান সোনিয়াকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করেন। সোহান ‘ওয়াও বেবী ওয়াও (অবলা নারী)’ চলচ্চিত্রে ঝুমকা চরিত্রে অভিনয় করবেন। তবে ঝুমকা সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে নারাজ পরিচালক সোহানুর রহমান সোহান। বেশ কয়েকবছর বিরতির পর আবারও ব্যস্ত হয়ে উঠেছেন সোনিয়া হোসেন। তার এই মুহূর্তে মূল লক্ষ্যই হচ্ছে ভাল ভাল চলচ্চিত্রে কাজ করা। সেই ধারাবাহিকতায় ‘ইউটার্ন’ এবং ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রে অভিনয়ের পর এবার পুরোপুরি বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোনিয়া। সোনিয়া প্রসঙ্গে পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, একজন নায়িকা হওার জন্য যে যোগ্যতা থাকার প্রয়োজন তার পুরোটাই আছে সোনিয়ার। অভিনয়ে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারলে বাণিজ্যিক চলচ্চিত্রে সোনিয়ার অবস্থান দৃঢ় হবে বলেই আমি বিশ্বাস করি। চিত্রনায়িকা সোনিয়া বলেন, সোহান স্যার অনেক গুণী একজন চলচ্চিত্র পরিচালক। তার নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘বেনাম বাদশা’, ‘স্বজন’, ‘মা যখন বিচারক’, ‘কথা দাও সাথী হবে’ এসব চলচ্চিত্র দেখেছি। তার নির্মাণশৈলী আমার ভীষণ ভাললাগে। তার চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন আমার বহুদিনের। তাই গল্প, চরিত্র এবং সোহান স্যার সবমিলিয়েই চলচ্চিত্রটিতে কাজ করছি। আশা করি ভাল কিছু হবে। এদিকে এই চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিএফডিসির ৮ নং ফ্লোরে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সচিব মুর্তজা আহমেদ, পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু ও শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক শাকিব খান।
×