ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লভ্যাংশ পাঠাল ইস্টার্ন লুব্রিকেন্টস

প্রকাশিত: ০৭:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

লভ্যাংশ পাঠাল ইস্টার্ন লুব্রিকেন্টস

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস সমাপ্ত অর্থবছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের (বেনিফিশিয়ারি ওনার্স) ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই কোম্পানি ৩০ জুন সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে তাদের লভ্যাংশ পাঠানো হয়েছে। আইডিএলসি ফাইন্যান্সের সভা বুধবার অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের লভ্যাংশ নির্ধারণী পর্ষদের তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী বুধবার বিকেল ৪টায় এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
×