ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে ডাকাতির ঘটনায় আতঙ্ক ॥ মামলা

প্রকাশিত: ০৬:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

ঈশ্বরদীতে ডাকাতির ঘটনায় আতঙ্ক ॥ মামলা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সোমবার গভীর রাতে ঈশ্বরদী ইপিজেড আবাসিক এলাকার কাছে তালতলা মোড়ের বাজারে ডাকাতির ঘটনায় দোকান মালিকদের পক্ষে তরিকুল ইসলাম মিঠু ও মশিউর রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন। এখন পর্যন্ত ডাকাতির সঙ্গে কারা জড়িত তা পুলিশের পক্ষে চিহ্নিত করা সম্ভব হয়নি। ফলে ওই বাজারের সকল দোকান মালিকের মধ্যে আতঙ্ক বিরাজ করায় বাজারের পাহারা জোরদার করা হয়েছে। লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৮ ফেব্রুয়ারি ॥ কমলনগরে মোঃ আবুল কাশেম (৫২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে লরেন্স-ফজুমিয়ারহাট সড়কের কিল্লার রাস্তার মাথা এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল কাশেম সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত শামছুল হক খলিফার ছেলে। তিনি মুরগির ব্যবসা করতেন। পুলিশ ও নিহতের ছেলে মোঃ রনি জানায়, বুধবার ভোরে আবুল কাশেম বাইসাইকেলযোগে চরকাদিরা এলাকায় মোরগ কিনতে বের হন। পথে কিল্লার রাস্তার মাথা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে টাকা ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। শাক্তায় পাঁচ দিনব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ২২ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারি মেকাইল (থানা কেরানীগঞ্জ), শাক্তায় পাঁচ দিনব্যাপী লোকনাথ বাবার মন্দির আঙ্গিনায় শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান ও পদাবলী কীর্তন, ভোগরাগ, মোহন্তবিদায়, জলকেলি ও নগর কীর্তন অনুষ্ঠিত হবে। সভাপতি কার্ত্তিক রায় পোদ্দার, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমদ ভক্তদের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি। প্রাইম ইউনিভার্সিটি ল্যাংগুয়েজ স্কুলে কোরিয়ান ভাষা কোর্সের উদ্বোধন প্রাইম ইউনিভার্সিটি ল্যাংগুয়েজ স্কুলের উদ্যোগে কোরিয়ান ভাষা শিক্ষার একটি সেমিনার অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আরশাদ আলী। সেমিনার পেপার উপস্থাপন করেন স্বদেশ কুমার রায়। প্রাইম ইউনিভার্সিটির সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত সেমিনারে কোরিয়ান ভাষা শিখতে আগ্রহী অনেক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। সেমিনারে কোরিয়ান ভাষা শেখার গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়।
×