ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিডিবিএলের কর্মশালা

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বিডিবিএলের কর্মশালা

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সোমবার ৪ দিনব্যাপী ‘Anti-Money Laundering & Combating Terrorist Financing’ শীর্ষক এক ট্রেনিং কর্মসূচীর আয়োজন করে। ব্যাংকের কারওয়ান বাজারের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত ট্রেনিং কর্মসূচীটি উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদুজ্জামান খন্দকার। এ সময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান নারায়ণ চন্দ্র রায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি। সবজি বীজ বিপণনে চুক্তি অর্থনৈতিক রিপোর্টার ॥ সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের মধ্যে দুইটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর সম্প্রতি হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিনজেনটার ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান ও সুপ্রীম সীডের চেয়ারম্যান মোহাম্মেদ মাসুম উপস্থিত ছিলেন। চুক্তিপত্রের আওতায় সুপ্রীম সীড কোম্পানি, সিনজেনটা বাংলাদেশর দুটি সবজি বীজের প্রসার, বিপণন এবং বিক্রি করবে। চুক্তিতে সিনজেনটার পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান এবং সুপ্রীম সীডের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএইচএম হুমায়ুন কবির স্বাক্ষর করেন।
×