ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এভারেস্ট আরোহণে পথ পরিবর্তন হচ্ছে

প্রকাশিত: ০৬:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

এভারেস্ট আরোহণে পথ পরিবর্তন হচ্ছে

বাড়তে থাকা তুষার ধসের শঙ্কায় এভারেস্ট পর্বত শিখরে পা রাখতে পর্বতারোহীরা সাধারণত যে পথটি ব্যবহার করেন তা পরিবর্তন করা হচ্ছে। ২০১৪ সালে তুষার ধসে ১৬ পর্বতারোহীর মৃত্যু হয়, যা পর্বতারোহণের ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানীর ঘটনা। ওই ঘটনার জের ধরে নেপাল আগামী মাসে আরোহণ মওসুমের শুরুতে শিখরে পৌঁছানোর পথে পরিবর্তন আনছে। বর্তমানের পথটি ১৯৯০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। পর্বতারোহীরা এখন বেস ক্যাম্পের পর থেকে একটি কেন্দ্রীয় রুট ব্যবহার করে শিখরের পথে যাচ্ছেন। খবর বিবিসির। হেডফোন দিয়ে সেলফি... এ্যাপলের হেডফোনের বিরুদ্ধে প্রায়ই একটা অভিযোগ শোনা যায় যে, এর অদ্ভুত আকারের জন্য নাকি কানে ঠিকমতো গোঁজা যায় না। কিন্তু এবার বাজিমাত এ্যাপলের ইয়ারপডের। বিজনেস ইনসাইডার নামে এক সংস্থা দেখিয়েছে, আইফোনের ইয়ারপডকে কী কী ১৪ কাজে ব্যবহার করা যায়। শুধু সেলফিই নয়; গান শোনা, কল ডাইভার্ট করার মতো কাজও করা যাবে হেডফোনের সাহায্যে। এ্যাপলের সর্বাধুনিক আইওএস ৮ সফটওয়্যার সাপোর্টেড হেডফোনে রয়েছে একটি রিমোট ও ক্যামেরা। -ডেইলি মেইল এবার থ্রিডি সেলফি সেলফি জামানায় এবার থ্রিডি সেলফি। ‘ডুব থ্রিডি’ আপনার ত্রিমাত্রিক সেলফি তুলতে সক্ষম। ৫৪টি ডিএসএলআর, ৫৪টি লেন্স, থ্রিডি মডেল, একটি থ্রিডি প্রিন্টার আর একটা ঘরের আকারের স্ক্যানিং বুথ মিলিয়ে তৈরি হচ্ছে এই বিশেষ ক্যামেরা। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডুসেলডর্ফ এই প্রযুক্তি তৈরি করেছে। এর ডুব শপে ঢুকে আপনি পোজ দেবেন আর সবকটি ক্যামেরা পুরো শরীরের মাপ নেবে এবং থ্রিডি মডেল তৈরি করবে, যেটি প্রিন্ট হবে থ্রিডি প্রিন্টারে। সবচেয়ে ছোট থ্রিডি ছবি বানাতে সময় লাগবে কয়েক ঘণ্টা। আর প্রমাণ সাইজের থ্রিডি ছবি বানাতে খরচ হবে ৭৫ হাজার ডলারের বেশি। -টাইমস অব ইন্ডিয়া
×