ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসুস্থ স্টেইন!

প্রকাশিত: ০৬:০০, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

অসুস্থ স্টেইন!

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্লুজনিত কারণে বুধবার দলীয় অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। তবে অনুশীলনে না থাকলেও বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ঠিকই খেলবেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ বিষয়ে প্রোটিয়াদের মিডিয়া ম্যানেজার লেরাটো মালেকুটু বলেন, ‘জিম্বাবুইয়ের বিপক্ষে ম্যাচের পর ইনজুরির কারণে এক দফা বিশ্রামে ছিলেন ডেল স্টেইন। আশা করছি সে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।’ দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ডেল স্টেইন। তার দুর্দান্ত বোলিংয়ের কাছে বিশ্ব ক্রিকেটের সেরা সেরা ব্যাটসম্যানরাও পরাস্ত হতে বাধ্য হয়েছেন। কিন্তু এবারের বিশ্বকাপের আগে থেকেই তাকে নিয়ে সংশয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে তিনি গলায় ব্যথা পেয়েছিলেন। যে কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ ওভার বল করেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে তো তাকে বিশ্রামেই রাখা হয়। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঠিকই বল হাতে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু জিম্বাবুইয়ের বিপক্ষে নিজেকে মেলে ধলতে পারেননি ডেল স্টেইন। সেই ম্যাচে ৯ ওভার বল করেন তিনি। বিনিময়ে প্রতিপক্ষকে ৬৪ রান উপহার দেন ডেল স্টেইন। যে কারণে তাকে নিয়ে উদ্বিগ্ন প্রোটিয়ারা। এর মূল কারণ হলো দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রতিপক্ষ ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ডেল স্টেইনকে আবশ্যক প্রোটিয়াদের। কেননা ২৭ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার জার্সি পরে খেলেছেন মাত্র ৯৭ ওয়ানডে। আর এই সময়ের মধ্যেই প্রতিপক্ষের ১৫২ উইকেট তুলে নিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু তার সবতেই প্রোটিয়াসদের জয়। তাই রবিবারের ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না তারা। আর এ জন্য ডেল স্টেইনের মতো বোলার বেশ গুরুত্বপূর্ণ। তা না হলে প্রতিপক্ষের বিপক্ষে প্রোটিয়াসদের জয়টা বেশ কঠিন হবে।
×