ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস

প্রকাশিত: ০৮:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

এবার ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস

জনকণ্ঠ ডেস্ক ॥ লিবিয়ায় ২১ মিসরীয় হত্যার একদিন পর ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস জঙ্গীরা। মঙ্গলবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর আল-বাগদাদিতে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় পুলিশ প্রধান। খবর বিবিসি অনলাইনের। ওই অঞ্চলের সেনাবাহিনীর কর্নেল কাসিম আল-ওবায়দি বলেন, নিহতদের পরিচয় এবং কোথা থেকে তাদের নিয়ে আসা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এদের মধ্যে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে বলে তিনি মনে করেন। গত সপ্তাহে মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের কাছের শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণে নেয় আইএস। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ঘরবাড়ি বর্তমানে আইএসের হামলার শিকার হচ্ছে। এ পরিস্থিতিতে কাসিম সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানান। তবে সংঘর্ষ এবং নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে খবরটির সত্যতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এর আগে জর্দানের এক পাইলটকে পুড়িয়ে মারার ভিডিওচিত্র প্রকাশ করে আইএস।
×