ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসিআই বন্ডের অবসায়ন মার্চে

প্রকাশিত: ০৭:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

এসিআই বন্ডের অবসায়ন মার্চে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ বছর মেয়াদি এসিআই ২০% কনভার্টেবল জিরো কুপন বন্ডের পঞ্চম কিস্তি আগামী ৪ মার্চ ম্যাচিউরড হবে। এ কিস্তি পরিশোধের মধ্যে দিয়ে এই বন্ডের অবসায়ন ঘটবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, এ ক্যাটাগরির এই বন্ড ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বন্ডটির পরিশোধিত মূলধন রয়েছে ২৬ কোটি ৭০ লাখ টাকা। অলটেক্সের তদন্তের সময় বাড়ল অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ অনুসন্ধানে তদন্তের সময় বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে পাওয়া। কোম্পানিটির শেয়ার দর বাড়া নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন ও কোম্পানির অন্যান্য বিষয় তদন্ত করার দায়িত্ব দেয়া হয় বিএসইসির উপ-পরিচালক মোল্লা মিরাজ-উজ সুন্নাহ ও সহকারী পরিচালক রাকিবুর রহমানকে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ৫ থেকে ১২ জানুয়ারি অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ে ১১.৮ টাকা বা ৪৯.১৬ শতাংশ।
×