ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চোরাপথে আসা পণ্য তালিকায় যোগ হয়েছে উট

প্রকাশিত: ০৬:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

চোরাপথে আসা পণ্য তালিকায় যোগ হয়েছে উট

নিজস্ব সংবাদদাতা, লালমনিরগহাট, ১৭ ফেব্রুয়ারি ॥ জেলার পাটগ্রাম ও মোগলহাট সীমান্ত দিয়ে অবাধে ভারতীয় গরু পাচার হয়ে আসছে বহু বছর ধরে। এবার এই সীমান্ত দিয়ে পাচার হয়ে আসছে ভারতীয় উট। পাটগ্রামে একটি উট আটকের ঘটনায় সীমান্ত চোরাচালানির বহু তথ্য ফাঁস হয়ে আসতে শুরু করেছে। এবার মাদক ও গরুর পাশাপাশি চোরাই পথে আসা পণ্য তালিকায় স্থান করেছে ভারতীয় উট। কয়েক দিন আগে দুর্গাপুর ও মোগলহাটে মাইকিং করে উটের মাংস বিক্রি হয়েছে। তখন অবশ্য বলা হয়ে ছিল উটগুলো ঢাকার ব্যক্তি মালিকানাধীন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার পাটগ্রাম সীমান্তে বিজিবি’র হাতে একটি ভারতীয় উট আটক হয়। পাচারকারীরা জেলার পাটগ্রাম সীমান্তের ধবলসুতি সীমান্ত গ্রাম দিয়ে চোরাই পথে উটটি নিয়ে আসে। এই সময় ধবলসুতি বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। ফলে উটটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে যায়। মাদারীপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ ফেব্রুয়ারি ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর ও আউলিয়ারচর গ্রামের ২ শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে প্রায় ৩ কিঃমিঃ দীর্ঘ দুটি রাস্তা নির্মাণ করেছেন। এই রাস্তা নির্মাণের ফলে দু’গ্রামের প্রায় ১০ হাজার মানুষ তাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্দশা থেকে মুক্তি পেয়েছে। এখন শুধু দরকার দুটি ব্রিজ। সরকারীভাবে ব্রিজ দুটি নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। জানা গেছে, খুনেরচর ও আওলিয়ারচর গ্রামের মানুষ জন্মের পর থেকেই বর্ষা মৌসুমে নৌকা আর পানিতে সাঁতার কেটে যাতায়াত করেছে। ১ মাস আগে ওই গ্রামের ওপর দিয়ে একটি খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড। খাল খননের মাটি দিয়ে স্বেচ্ছাশ্রমে ৩ কিলোমিটারের দুটি রাস্তা নির্মাণের পরিকল্পনা করে এলাকাবাসী।
×