ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিকের সার্ভিস ইনোভেশন ফান্ড এ্যাওয়ার্ড লাভ

প্রকাশিত: ০৬:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বিসিকের সার্ভিস ইনোভেশন ফান্ড এ্যাওয়ার্ড লাভ

ক্ষুদ্র ও কুটির শিল্পের অনলাইন ডাটাবেজ প্রকল্পের জন্য বিসিকের সার্ভিস ইনোভেশন ফান্ড এ্যাওয়ার্ড লাভ করেছে। সদ্য সমাপ্ত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র সমাপনী অনুষ্ঠানে বিসিকের জিআইএস প্রকল্পের জন্য এ্যাওয়ার্ডটি দেয়া হয়। এই এ্যাওয়ার্ডের মূল্যমান হিসাবে ২২ লাখ ৯৮ হাজার ৩০০ টাকার একটি চেক বিসিকে দেয়া হয়। প্রকল্পটির লক্ষ্য হলো দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের পূর্ণাঙ্গ তথ্য সন্নিবিশিত করা। যাতে করে এই ডাটাবেস থেকে অনায়াসে সংগ্রহ করা যাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের তথ্যসমূহ। প্রাথমিক পর্যায়ে রাজশাহী বিভাগের ক্ষুদ্র ও কুটির শিল্পের তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে প্রকল্পটি শুরু করবে। পর্যায়ক্রমে তা দেশের সব অঞ্চলের শিল্পের অনলাইন তথ্যভাণ্ডার হিসেবে এটি পূর্ণতা লাভ করবে। এ ডাটাবেজ থেকে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, শিল্প গবেষক, বেসরকারী সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের উন্নয়ন প্রকল্প ও বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রয়োজনীয় শিল্প সংক্রান্ত তথ্য একই উৎস হতে পাওয়া যাবে। -বিজ্ঞপ্তি
×