ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিসেনার দিল্লী সফরে বেসামরিক পরমাণু চুক্তি সই

ভারত-শ্রীলঙ্কা সম্পর্কে নতুন মাত্রা

প্রকাশিত: ০৬:২১, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ভারত-শ্রীলঙ্কা সম্পর্কে নতুন মাত্রা

বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিসহ একগুচ্ছ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে গেল ভারত ও শ্রীলঙ্কা। সোমবার এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনার বৈঠকের পর এসব গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হলো দুই দেশের মধ্যে। পরমাণু চুক্তির বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক সামরিক ও সুরক্ষা সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও একমত হয় প্রতিবেশী এই দুই দেশ। বৈঠক শেষে এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি দুই দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করেন। বলেন, ‘আজ যেসব চুক্তি স্বাক্ষরিত হলো তা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিয়ে যাবে। পারস্পরিক বিশ্বাস আরও মজবুত করবে সামরিক এবং সুরক্ষা সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হওয়ায়।’ মোদির কথায়, ‘বিশেষ করে স্বাক্ষরিত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি দুই দেশের সম্পর্কে একটা নয়া মোড় এনে দিল। এছাড়া হর্টিকালচার এবং কৃষিক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা আরও বাড়াবে এসব চুক্তি।’ মোদি আরও বলেন, ‘দুই দেশের মধ্যকার জলসীমার সুরক্ষা ও মালদ্বীপসহ এই অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সহমত হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। দুই দেশের পক্ষেই এটা খুব জরুরী ছিল।’ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সহমত পোষণ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনাও এই সাংবাদিক বৈঠকে বলেন, ‘দুই দেশের বহুকালের সুসম্পর্ক আরও জোরালো হলো শান্তির জন্য বেসামরিক পরমাণু সহযোগিতাসহ একগুচ্ছ চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে।’ -ওয়েবসাইট
×