ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেড কাপে মুক্তিযোদ্ধার গোলবন্যা

প্রকাশিত: ০৬:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ফেড কাপে মুক্তিযোদ্ধার গোলবন্যা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে ফেডারেশন কাপে শেখ জামালের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এবার একই আসরের শিরোপা জিতে মৌসুমের শুরুটা করতে চাওয়ার সঙ্কল্প করেছিল তারা। থাকতে চেয়েছিল চ্যাম্পিয়ন রেসে। সেই লক্ষ্যে মঙ্গলবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে শুরুটা মনমতোই করল তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল মুক্তি। অথচ খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে আরও তিন গোল করে ম্যাচের আকর্ষণ বাড়িয়ে দেয় তারা। ৮ মিনিটে ফরোয়ার্ড ও দলের নতুন অধিনায়ক এনামুল হকের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (১-০)। প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হয় উত্তর বারিধারা। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটাই মুক্তিযোদ্ধাকে আটকে রাখলেও শেষ রক্ষা হয়নি তাদের। ৮৪ মিনিটে ফরোয়ার্ড এনামুলের থ্রু থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার বিপ্লব (২-০)। এর পরের কয়েক মিনিটেই বারিধারার জালে আরও দুবার বল পাঠায় তারা। ৮৭ মিনিটে তৃতীয় গোল পায় মুক্তিযোদ্ধা। ফয়সাল মাহমুদের পাস থেকে বল পেয়ে ডান পায়ের তীব্র শটে গোল করেন এনামুল (৩-০)। ৯০ মিনিটে আরও একবার বারিধারার জালে বল পাঠায় ‘অলরেড’রা। এবার গোল করেন আনোয়ার (৪-০) ম্যাচ শেষ হলে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে কোচ আবু ইউসুফের দল। আমিরাতকে হারাতে চায় জিম্বাবুইয়ে স্পোর্টস রিপোর্টার ॥ দুর্বল আরব আমিরাতের বিপক্ষে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেতে চায় টেস্টের দশ নম্বর দেশ জিম্বাবুইয়ে। অধিনায়ক এলটন চিগম্বুরা আত্মবিশ্বাসী। অন্যদিকে বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে পেরেই খুশি সহযোগী-সদস্য আরব আমিরাত। অধিকাংশ পাকিস্তানী বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে গড়া দলটির লক্ষ্য আকর্ষণীয় ম্যাচ উপহার দেয়া, প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। অধিনায়ক ৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে নেতৃত্ব দেয়া ৪৩ বছর বয়সী মোহাম্মদ তৌকিরের আশা সেটাই। বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় মুখোমুখি হবে নিচু সারির এই দু’দল। দু’দল নিচু সারির হলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ের দশে থাকা জিম্বাবুইয়ে আমিরাতের তুলনায় বেশ এগিয়ে। ২৭৯ রানের চ্যালেঞ্জ টপকে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় আফ্রিকান লিলিপুটরা! আছেন হ্যামিল্টন মাসাকাদজা, রস টেইলরের মতো আন্তর্জাতিক মানের পারফর্মার। এরপর মূল আয়োজনের প্রথম ম্যাচে হারলেও দক্ষিণ আফ্রিকার ৩৩৯ রানের জবাবে ২৭৭ রান করে তারা। ‘প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো ও বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট আমরা। আমাদের লক্ষ্য আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নেয়া। এটা বিশ্বকাপ, প্রতিপক্ষকে ছোট করে দেখার অবকাশ নেই। মাঠে আমাদের তাই সেরটা দিতে হবে।’ বোলিংয়ে শন উইলিয়ামস ও তিনাশে পানিয়াঙ্গারা ও তেন্দাই চাতারা বড় নাম। অলরাউন্ডার হিসেবে আছেন প্রসপার উতসেয়া ও এলটন চিগম্বুরা। প্রতিপক্ষ আমিরাতের লক্ষ্য ভাল ক্রিকেট খেলা। অধিনায়ক তৌকির বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে প্রতিনিধিত্ব করাটাই আমাদের জন্য রোমাঞ্চের।
×