ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেহাল ওয়েস্ট ইন্ডিজের সমালোচনায় হোল্ডিং

প্রকাশিত: ০৬:০১, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বেহাল ওয়েস্ট ইন্ডিজের সমালোচনায় হোল্ডিং

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের শুরুতেই করুণ পরাজয়। ফেবারিট তকমা নেই, তবে বিশ্বকাপের অন্যতম বড় দল হিসেবে গণ্য ওয়েস্ট ইন্ডিজ। সেই দলটাই কি না এবারে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আইসিসির সহযোগী সদস্য দেশ আয়ারল্যান্ডের কাছে হেরে। আইরিশরা যেভাবে জিতেছে বেহাল দশা পরিলক্ষিত হয়েছে ক্যারিবীয়দের। আর দলের এমন করুণ পরিণতি কোনভাবেই মেনে নিতে পারছেন না সাবেক উইন্ডিজ পেসার মাইকেল হোল্ডিং। তিনি মনে করেন এটা কিছুটা করুণ এক বিষয় যেভাবে ক্যারিবীয়রা হেরেছে। ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেছেন তিনি এমন ভাগ্য বরণের জন্য। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমেই বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টপঅর্ডার ৫ ব্যাটসম্যান বিদায় নিয়েছিলেন দলীয় ৮৭ রানের মধ্যে। পরে লেন্ডল সিমন্স আর ড্যারেন সামির অবিশ্বাস্য ব্যাটিংয়ে বিপদ কাটায় ক্যারিবীয়রা। আইরিশরা বিশ্বকাপে বরাবরই অন্য যে কোন দলের জন্য আতঙ্কের দল। কারণ প্রতি বিশ্বকাপেই তারা একটি টেস্ট খেলুড়ে দেশকে হারিয়েছে। কিন্তু ক্যারিবীয়দের কোন পাত্তা না দিয়েই যেভাবে জয় তুলে নিয়েছে সেটা একেবারেই অভাবনীয় ছিল সবার জন্য। ক্যারিবীয়দের কোন পাত্তাই দেয়নি আইরিশরা। এ বিষয় হোল্ডিং বলেন, ‘কোন সন্দেহ নেই এটা বেশ করুণ এক ঘটনা। আমি বিশ্বকাপ শুরুর আগে থেকেই বলছিলাম অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে এবার ৩০০ রানের চেয়ে অনেক বেশি করাটাই জেতার উপযুক্ত রান। এক্ষেত্রে প্রতিপক্ষ কোন দল সেটা বিবেচ্য নয় কোনভাবেই।’ ১৯৭৯ বিশ্বকাপ জয়ের নায়ক পেস কিংবদন্তি হোল্ডিং দলের ব্যাটিং নিয়ে দারুণ ক্ষুব্ধ। তিনি মনে করেন শুধু ৩ শতাধিক রান করেই জয়ের আশা করাটা অনুচিত। এ বিষয়ে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দল কিভাবে তিন শ’র চেয়ে সামান্য বেশি রান করে জেতার আশা করে? তারা পরিস্থিতি বিবেচনা করতে সক্ষম নয়। নিজেদের সম্পর্কে জানার সামর্থ্য থাকা জরুরী। তাদের মনোভাব হওয়া উচিত ছিল এমনÑ ঠিক আছে আমরা ভাল একটা সংগ্রহ পেয়েছি, তবে জেতার জন্য আমাদের লড়াই করতে হবে। জেতার জন্য অবশ্যই লড়াইয়ে অবতীর্ণ হতে হবে এবং ভাল নৈপুণ্য দেখাতে হবে। স্বয়ংক্রিয়ভাবে কেউ কখনও জিততে পারে না।’ ম্যাচের দিন আইরিশদের পক্ষে ভালই গুণগান গেয়েছেন ৬১ বছর বয়সী হোল্ডিং। তিনি ধারাভাষ্যের সময় বলেন, ‘আইসিসির উচিত আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দেয়া। এতে করে অন্তত ইয়ন মরগানের মতো আইরিশ ক্রিকেটাররা ইংল্যান্ডের অধিনায়ক হবেন না। তারা যদি এভাবেই সহযোগী সদস্য দেশ হিসেবে থাকে সেক্ষেত্রে ভাল ক্রিকেটারদের হারাতেই থাকবে। উজ্জ্বল ভবিষ্যতের আশায় মরগান আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে এসেছিলেন। ইংল্যান্ড টেস্ট খেলুড়ে দেশ এবং বিশ্বের অন্যতম সেরা একটি দল। এখন আয়ারল্যান্ডকেও স্বীকৃতি দেয়ার সময় এসেছে। তারা অনেকদিন ধরেই ভাল ক্রিকেট খেলছে। তাদের ভাল ক্রিকেটারদের অবশ্যই এখন একটা মর্যাদার প্রয়োজন রয়েছে।’
×