ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় গ্যাসে প্রি-পেইড মিটার চালুসহ ৬ প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকায় গ্যাসে প্রি-পেইড মিটার চালুসহ ৬ প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর ১২ এলাকায় গ্যাসের প্রি-পেইড মিটার পদ্ধতি চালু করাসহ ছয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫ হাজার ৩৯৭ কোটি ৭ লাখ টাকা। এরমধ্যে সরকারী তহবিলের ৪ হাজার ৯১৪ কোটি ৬৫ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৪৫৩ কোটি ১১ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয় করা হবে। অনুমোদিত একটি প্রকল্পের মাধ্যমে মাধ্যমিকের ৪২ লাখ ৪৪ হাজার গরিব শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ শফিকুল আজম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম ও পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান, হুমায়ুন খালিদ উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, রাজধানীর দুই লাখ গৃহস্থালি গ্যাসের ব্যবহার প্রি-পেউড মিটারিং সিস্টেমের আওতায় আসছে। ফলে ঢাকা মেট্রোপলিটন এলাকায় গৃহস্থালি পর্যায়ে ব্যবহৃত গ্যাসের অপচয় রোধের মাধ্যমে সিস্টেম লস কমে আসবে। সেই সঙ্গে মূল্যবান প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত হবে, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এ উদ্যোগটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭১৯ কোটি ১৬ লাখ টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৩৬ কোটি ৭৪ লাখ, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ সহায়তা থেকে ৪৫৩ কোটি ১১ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লিমিটেডের নিজস্ব তহবিল থেকে ২৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয় করা হবে। একনেক অনুমোদিত অন্যান্য প্রকল্প হলোÑ সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট দ্বিতীয় পর্যায়, এটি বাস্তবায়নে ব্যয় হবে ৭৯১ কোটি ৩৮ লাখ টাকা। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় হবে ৪৩৮ কোটি ৩৫ লাখ টাকা। বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়), ব্যয় হবে ১ হাজার ৭১০ কোটি টাকা। বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় (সংশোধিত), এটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৪৯০ কোটি টাকা এবং খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প দ্বিতীয় পর্যায় (প্রথম সংশোধিত), বাস্তবায়নে ব্যয় হবে ২৪৮ কোটি ১৮ লাখ টাকা। সূত্র জানায়, রাজধানীর যেসব এলাকা প্রি-পেইড মিটারের আওতায় আসছে সেগুলো হলোÑ ঢাকা মেট্রোপলিটন এলাকার বাড্ডা, গুলশান, তেজগাঁও, ক্যান্টনমেন্ট, মিরপুর, কাফরুল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, পূর্বাচল এবং ঝিলমিল এলাকা। বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) আওতাভুক্ত এলাকায় আবাসিক সংযোগে উন্নততর ও অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর প্রি-পেইড মিটার স্থাপন করার মাধ্যমে মূল্যবান প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তার জন্য এ প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে বাস্তবায়িত হবে। চলতি বছর থেকে শুরু করে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কাজ শেষ করবে টিজিটিডিসিএল। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের ৪২ লাখ ৪৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্টের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে দেশের ৫৪ জেলার ২১৭ উপজেলায়। শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির পরিমাণ হলোÑ ষষ্ঠ শ্রেণী মাসিক ১০০ টাকা ও টিউশন ফি ১৫ টাকা, সপ্তম শ্রেণী মাসিক ১০০ টাকা ও টিউশন ফি ১৫ টাকা, অষ্টম শ্রেণী মাসিক ১২০ টাকা ও টিউশন ফি ১৫ টাকা, নবম শ্রেণী মাসিক ১৫০ টাকা ও টিউশন ফি ২০ টাকা, দশম শ্রেণী মাসিক ১৫০ টাকা ও টিউশনফি ২০ টাকা এবং এসএসসি পরীক্ষার ফি বাবদ পাবে ৭৫০ টাকা।
×