ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানদের হারিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

আফগানদের হারিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

মিথুন আশরাফ ॥ আফগানি-স্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি বাংলাদেশ খেলবে ক্যানবেরার মানুকা ওভালে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে। ম্যাচটিতে জেতার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে আফগানিস্তানের মতো দলকে সামনে পেয়েও নিশ্চিত জয়ের আত্মবিশ্বাস দেখাতে পারছেন না মাশরাফি। বলেছেন, ‘লক্ষ্য সবাই জানে। অবশ্যই জেতার লক্ষ্য।’ মাশরাফি জেতার আশা না করলেও আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি সরাসরিই আত্মবিশ্বাসের সঙ্গেই জয় পাওয়ার কথা বলেছেন। জানিয়েছেন, ‘বাংলাদেশ দল চাপে থাকবে। আমরা তাদের (বাংলাদেশে) দেশেই সর্বশেষ (এশিয়া কাপে) হারিয়েছি। আমরা আবারও হারাব।’ ওয়ানডেতে এর আগে বাংলাদেশ-আফগানিস্তান একবারই মুখোমুখি হয়েছে। গত বছর এশিয়া কাপে। বাংলাদেশে হওয়া এ টুর্নামেন্টে দুই দলের লড়াইয়ে আফগানিস্তানই জয় পেয়েছে। বাংলাদেশ ৩২ রানে হেরেছে। এরপর অবশ্য টি২০ বিশ্বকাপে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এখনও জয় অধরাই আছে। এবার আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। প্রথমবারেই নিজেদের প্রথম ম্যাচেই পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে। এমন একটি ম্যাচ এটি, যেটাতে বাংলাদেশকে জিততেই হবে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি করে প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এবার না জিতলে বাংলাদেশকে নিয়ে যে ক্রিকেটপ্রেমীদের আশা আছে, তা কমে যাবে। যে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠার আশা নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে, সেই দলটি যদি আফগানিস্তানের মতো দলের কাছে হেরে যায়, তাহলে হতাশাই শুধু ঘিরে ধরবে। অথচ আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারাবে বাংলাদেশ তা ধরেই নেয়া হয়েছে। এ ম্যাচের আগে মাশরাফি অবশ্য নিজের মনোভাবের কথা জানিয়েছেন। বলেছেন, ‘আমরা একটিমাত্র ম্যাচ (৫০ ওভারের) খেলেছি আফগানিস্তানের বিপক্ষে। টি২০ বিশ্বকাপে জিতেছি। তবে ৫০ ওভারে (এশিয়া কাপে) হেরেছি। আশা করছি তা ম্যাচে কোন প্রভাব পড়বে না। সেরাটাই খেলতে পারব।’ প্রস্তুতি ম্যাচগুলোতে হারের পর দলের ক্রিকেটারদের মনোবল দুর্বল হয়ে পড়েছে। মাশরাফি তা মানছেন না, ‘প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি হিসেবেই নিয়েছে খেলোয়াড়রা। তাই হয়ত দুর্বলতা দেখা গেছে। প্রস্তুতি ম্যাচে কন্ডিশন, উইকেট বুঝে নেয়া গেছে। গত কয়েকদিনে ভাল প্রস্তুতি নিয়েছি। আশা করি ম্যাচে ভাল করা যাবে।’ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। অঘটন ঘটেছে। মাশরাফি আয়ারল্যান্ডের জয়কে নিজেদের প্রেরণা, উৎসাহ হিসেবেই নিচ্ছেন, ‘আয়ারল্যান্ডের জয়টি চাপ নয়, আমাদের জন্য উৎসাহই জোগাচ্ছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের পেস আক্রমণ আছে। স্পিনাররাও ভাল। ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে। যে কোন উইকেটেই ভাল করার সামর্থ্য রাখে। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে যেতে চাই।’ ম্যাচ বাই ম্যাচ খেলার সঙ্গে জয়ের আশাও আছে মাশরাফির। এ জন্য পেছনে যে জয়গুলো এসেছে কিংবা হার হয়েছে, সেগুলো কোন আমলেই নিতে চায় না বাংলাদেশ। অধিনায়ক তাই বলেছেন, ‘পেছনের বিষয় কোন কাজে আসবে না। দিনটিতে যারাই ভাল খেলবে, তারাই জিতবে। আন্তর্জাতিক ম্যাচে চাপ থাকবেই। শুধু আফগানিস্তানকে নিয়ে আলাদাভাবে চাপ তৈরি করা, এমন ভাবা শুধু শুধু হবে। আলাদাভাবে চাপ নেয়ার কোন প্রয়োজন নেই।’ বাংলাদেশ দলের শক্তি তরুণ ক্রিকেটাররা। এমনই মনে করছেন মাশরাফি, ‘বড় কোন কিছু করতে গেলে ইয়ং ব্লাডটা অনেক দরকার। আমাদের টিমে যারা আছে, তারা হয়ত বা এত ম্যাচ খেলেনি। তবে তারা অনেক ইতিবাচক। মনে হচ্ছে কিছু করতে চায়। ওরা যদি এটা ধরে রাখতে পারে, খুব ভাল করবে। উইকেট ফেয়ার থাকবে। বোলিং-ব্যাটিং যারা ভাল করবে তারাই এগিয়ে থাকবে। প্রত্যেকেই যেন তার বেস্ট এ্যাফোর্টটা দেয়, সেরাটা দেয়ার চেষ্টা করে, দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তাহলে সেরাটা বের করে নিয়ে আসতে পারব।’
×