ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান ১ম পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

পূর্ব প্রকাশের পর ১৪.ব্যবসায় প্রতিষ্ঠানকে মালিক থেকে পৃথক করা হয় - ক) হিসাবকাল ভিত্তিতে খ) চলমান প্রতিষ্ঠান ভিত্তিতে গ) ব্যবসায়িক সত্তার ভিত্তিতে ঘ) আর্থিক একক ভিত্তিতে ১৫.ব্যাংকে টাকা জমা দেওয়ার একটি স্লিপ ব্যবহার করা হয়, তাকে কী বলে? ক) চেক খ) জমা রসিদ গ) ব্যাংক বিবরণী ঘ) ব্যাংক ড্রাফট ১৬.ক্রেডিট নোট ইস্যু করলে অন্তর্ভুক্ত হবে - ক) বিক্রয় হিসাবে খ) বিক্রয় জাবেদায় গ) আন্তঃফেরত হিসাবে ঘ) আন্তঃফেরত জাবেদায় ১৭.তিনঘরা নগদান বইতে কোন সংক্রান্ত লেনদেনের জের টানা হয় না? ক) ব্যাংক সংক্রান্ত খ) নগদ সংক্রান্ত গ) বাট্টা সংক্রান্ত ঘ) সবগুলো ১৮.কোনটি আর্থিক বিবরণীর বহির্ভুত? ক) আয় বিবরণী খ) নগদ প্রবাহ বিবরণী গ) আর্থিক অবস্থার বিবরণী ঘ) রেওয়ামিল ১৯.অনাদায়ী পাওনা কী ধরনের ব্যয়? ক) অফিস ও প্রশাসনিক খ) বিক্রয় ও বিতরণ গ) অর্থসংস্থান ঘ) দুর্ঘটনাজনিত ২০.করিম ব্যাংক থেকে ১৪% হারে ২০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। হিসাবকালে তিনি ব্যাংক সুদ প্রদান করেন। এ ক্ষেত্রে ব্যাংক সুদ হল - ক) মুনাফাজাতীয় ব্যায় খ) মূলধনজাতীয় ব্যয় গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় ঘ) মূলধনায়িত ব্যয় ২১.আয়-ব্যয় - এর শ্রেণিবিভাগ দ্বারা বোঝায় - ক) বিভিন্ন আয় ও ব্যয়সমূহকে একত্রে লেখা খ) সমজাতীয় আয়সমূহকে একত্রে লেখা গ) সমজাতীয় ব্যয়সমূহকে একত্রে লেখা ঘ) সমজাতীয় আয় ও ব্যয়সমূহকে শ্রেণিবদ্ধ করা ২২.রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয় কোনগুলো? ক) সম্পদ, ব্যয়, বকেয়া আয় ও অগ্রিম খরচ খ) সম্পদ, ব্যায়, অগ্রিম আয় ও অগ্রিম খরচ গ) সম্পদ, ব্যয়, বকেয়া খরচ ও অগ্রিম খরচ ঘ) দায়, আয়, বকেয়া খরচ ও অগ্রিম আয় ২৩.প্রাপ্য বিলের মেয়াদপূর্তি হবার পূর্বেই মেয়াদপূর্তি মূল্য অপেক্ষা কম মূল্যে ব্যাংক হতে ভাঙানোকে বলে - ক) বাট্টাকরণ খ) বলি কার্যকরণ গ) বিল সংরক্ষণ ঘ) বিল উপস্থাপন ২৪.হিসাবযন্ত্রের সাহায্যে সুন্দর ও দ্রুততার সাথে লেখা সম্ভব কোন ধরনের খতিয়ান বইয়ের মাধ্যমে? ক) আলগাপাতা খতিয়ান বই খ) বাধাইকৃত খতিয়ান বই গ) কার্ড খতিয়ান বই ঘ) আলগাপত্র ও কার্ড খতিয়ান বই ২৫.ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়- ক) ক্রয় চালান পাওয়ার পর খ) বিক্রয় চালান তৈরির পর গ) নির্দিষ্ট সময়ের ব্যাংক বিবরণী পাওয়ার পর ঘ) দেনাদারের নিকট হতে চেক পাওয়ার পর ২৬.অসম্পূর্ণ দাখিলা পদ্ধতিতে রাখা হয়- র. প্রারম্ভিক মূলধন হিসাব রর. সমাপনী মূলধন হিসাব ররর. অতিরিক্ত মূলধন হিসাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭.হিসাববিজ্ঞানের যাবতীয় হিসাব কোন ভিত্তিতে সংরক্ষণ করা হয়? ক) নগদ ভিত্তি খ) বকেয়া ভিত্তি গ) মিশ্র ভিত্তি ঘ) আয়-ব্যয় ভিত্তি ২৮.সমাপনী দাখিলার প্রয়োজন হয় - র. ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করার জন্য রর. আয়বাচক হিসাবগুলো বন্ধ করার জন্য ররর. উত্তোলন হিসাব বন্ধ করার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯.বাড়িভাড়া ৫০০ টাকা অগ্রিম পাওয়া গেছে। এটি কোন নীতি অনুযায়ী প্রাপ্ত বাড়িভাড়া থেকে বাদ যাবে? ক) বকেয়া ধারণা খ) হিসাবকাল ধারণা গ) চলমান প্রতিষ্ঠান ঘ) সামঞ্জস্যতা ৩০.কোন ঘটনাটি লেনদেন? ক) কারবারে হিসাবরক্ষক নিয়োগ খ) কর্মচারীদের বেতন প্রদান গ) পণ্য বিক্রয়ের ফরমায়েশ গ্রহণ ঘ) আয়করের চিঠি প্রাপ্তি ৩১.আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করা হয় প্রাপ্য হিসাবের-
×