ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খেলোয়াড়দের শিক্ষাবৃত্তি দেয়া হবে। রাগবির জন্মদিন!

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

খেলোয়াড়দের শিক্ষাবৃত্তি দেয়া হবে।  রাগবির জন্মদিন!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো কেক কেটে কোন খেলার জন্মদিন পালনের ইতিহাস গড়ল বাংলাদেশ রাগবি ইউনিয়ন (ফেডারেশন)! বাংলাদেশে রাগবি খেলার জন্মদিন পালন করল বাংলাদেশ রাগবি ইউনিয়ন। আনুষ্ঠানিকভাবে এ দেশে রাগবি খেলার যাত্রা শুরু ২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি। দেখতে দেখতে নয় বছরে পা দিল রাগবি খেলা। সোমবার বিকেলে পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করেন আগত অতিথিবৃন্দ ও ফেডারেশনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রমুখ। প্যারিসে মুখোমুখি পিএসজি-চেলসি স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। দুই মাসেরও বেশি সময় বিরতির পর এবার শুরু হতে যাচ্ছে নকআউট পর্বের লড়াই। বলা হচ্ছে, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কথা। আজ রাতে শেষ ষোলোর লড়াই শুরু হচ্ছে। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ রাতে প্যারিসে স্বাগতিক ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের বিরুদ্ধে খেলবে ইংলিশ ক্লাব চেলসি। আরেক ম্যাচে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্কের বিরুদ্ধে লড়বে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। এই চার দল শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে আগামী ১১ মার্চ। ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা ষোলোতে নাম লেখায় চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগের মতো ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরেও দারুণ ফর্মে আছে দ্য ব্লুজরা। জোশে মরিনহোর দল তাই জয়ের জন্যই প্যারিসে অবস্থান করছে। অন্যদিকে ‘এফ’ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে আসে পিএসজি। গ্রুপে প্রথম লেগে বার্সিলোনাকে হারালেও দ্বিতীয় লেগে হারতে হয় দলটিকে। এরপরও আজ নিজেদের মাঠে চেলসির বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামছে পিএসজি। সাবেক চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ তো গ্রুপে ছিল অপ্রতিরোধ্য। ম্যানচেস্টার সিটির কাছে এক ম্যাচ হারা ছাড়া বাকি পাঁচ ম্যাচেই জয় পায় পেপ গার্ডিওলার দল। গ্রুপ সেরা হওয়া দলটি নকআউট পর্বের শুরুতে পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ শাখতারকে। এরপরও প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় সতর্ক থাকার কথা জানিয়েছেন বাভারিয়ান কোচ গার্ডিওলা। গ্রুপ পর্বের লড়াইয়ের পর নকআউট পর্বের ড্র সম্পন্ন হয়। ২০১৪-১৫ মৌসুমে প্রাথমিক পর্বে আটটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে ৩২টি দল। সেখান থেকে সেরা ১৬টি দল উঠে এসেছে নকআউট পর্বে, অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে। আর বিদায় নিয়েছে বাকি ১৬টি দল। শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন-চেলসি, ম্যানচেস্টার সিটি-বার্সিলোনা, বেয়ার লেভারকুসেন-অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস-বরুসিয়া ডর্টমুন্ড, শালকে জিরো ফোর-রিয়াল মাদ্রিদ, শাখতার ডোনেস্ক-বেয়ার্ন মিউনিখ, আর্সেনাল-মোনাকো ও এফসি বাসেল-এফসি পোর্তো। প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৭, ১৮, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ। এরপর কোয়ার্টার ফাইনালের ড্র হবে ২০ মার্চ। শেষ আটের প্রথম লেগের খেলা হবে ১৪ ও ১৫ এপ্রিল। দ্বিতীয় লেগের ম্যাচ হবে ২১ ও ২২ এপ্রিল। ২৪ এপ্রিল সেমিফাইনালের ড্র হওয়ার পর প্রথম লেগের ম্যাচ হবে ৫ ও ৬ মে। আর দ্বিতীয় লেগের ম্যাচ হবে ১২ ও ১৩ মে। ৬ জুন ফাইনাল ম্যাচ হবে জার্মানির বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে।
×