ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামেকে নিরাপত্তা দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

রামেকে নিরাপত্তা দাবিতে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শিক্ষার্থীরা জানান, রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা ভাল নয়। এখানে তাদের জন্য কোন পুলিশ বা নিরাপত্তা কর্মীর ব্যবস্থা নেই। এমনকি বিভিন্ন গেট বিশেষ করে বন্ধ গেট ও কলাবাগান গেট দুটি পুরোপুরি অরক্ষিত অবস্থায় থাকে। এ কারণে সন্ধ্যার পর ক্যাম্পাস এলাকায় বহিরাগত মাদকসেবীদের আনা-গোনা বেড়ে যায়। এসব মাদকসেবী বিভিন্ন সময় শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে। এছাড়া তারা কারণে-অকারণে শিক্ষার্থীদের লাঞ্ছিত ও মারধর করে থাকে। সম্প্রতি রামেকের এক ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যেই শরীরে হাত দিয়ে লাঞ্ছিত করে স্থানীয় দুর্বৃত্তরা। পরে তারা কলেজের কলাবাগান গেট দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ও ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ফাঁড়ি বসানোর দাবিতে সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×