ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাশকতা রোধে নাটোরে শান্তি সমাবেশ

প্রকাশিত: ০৬:২২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

নাশকতা রোধে নাটোরে শান্তি সমাবেশ

সংবাদদাতা, নাটোর, ১৬ ফেব্রুয়ারি ॥ নাটোরে সহিংসতা প্রতিরোধে প্রশাসনিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় এমএইচ উচ্চ বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার চৌধুরী, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কেএম ফেরদাউস শাহ, ডিজিএফআই রাজশাহী শাখার কর্নেল জিএস কর্নেল আদিল চৌধুরী ও নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিকসহ এনএসআই, র‌্যাব, আনসার কমান্ডার এবং রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, নাশকতাকারী যারাই হোক তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে। আর বলেছেন, পেট্রোলবোমা মারা, গাড়ি পুড়িয়ে দেয়া কোন আন্দোলন হতে পারে না। এসব সন্ত্রাসীদের সমূলে উৎখাতের জন্য প্রয়োজনে পুলিশ সন্ত্রাসীদের হত্যা করতে দ্বিধাবোধ করবে না। সম্প্রতি নাটোরের আহম্মদপুর এলাকায় হরতাল অবরোধ চলাকালীন বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।
×