ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেরোবিতে শিক্ষক-শিক্ষার্থীদের অনশন অব্যাহত

প্রকাশিত: ০৬:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বেরোবিতে শিক্ষক-শিক্ষার্থীদের  অনশন অব্যাহত

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ উপাচার্যের অপসারণ দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনশনের ৯ম দিন অতিবাহিত হয়েছে সোমবার। এদের মধ্যে দুই শিক্ষকসহ ৫ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি এবং বকেয়া বেতনের দাবিতে গত সেপ্টেম্বর থেকে আন্দোলনে যান শিক্ষকদের একটি অংশ। পরবর্তীতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। কিন্তু উপাচার্য তাদের দাবি মেনে না নেয়ায় ডিসেম্বরের শুরু থেকে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষকরা। পরবর্তীতে একাডেমিক ভবনে তালা দিলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা বর্তমানে বিরাজ করছে।
×