ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউবি’র বিএ/ বিএসএস প্রোগ্রামের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৬:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বাউবি’র বিএ/ বিএসএস প্রোগ্রামের পরীক্ষার ফল  প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৬ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৩’র চূড়ান্ত ফল সোমবার প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭৩ দশমিক ৮২। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ২০৮ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৯৪৩ । এর মধ্যে উত্তীর্ণ পুরুষ শিক্ষার্থী ১৫ হাজার ৪০২, পাসের হার শতকরা ৭২ দশমিক ৭১। মহিলা শিক্ষার্থী ১৩ হাজার ৫৪১, পাসের হার শতকরা ৭৫.১৩। একই সঙ্গে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের ২ লাখ ৪০ হাজার ৫০৯ শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে। ফলাফল বাউবি’র সকল উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফল নড়ঁ.ধপ.নফ এবং সেমিস্টারভিত্তিক ফল বীধস.নড়ঁ.বফঁ.নফ তে পাওয়া যাবে। এছাড়া ঝগঝ-এর মাধ্যমে চূড়ান্ত ফল পাওয়ার জন্য নড়ঁ<ংঢ়ধপব>ংঃঁফবহঃ ওউ (১১ফরমরঃং রিঃযড়ঁঃ ধহু ংঢ়ধপব, ভড়ৎ বীধসঢ়ষব ১০০২৩৮১০০০১) লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×