ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠি ও সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা

প্রকাশিত: ০৬:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

ঝালকাঠি ও সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি ॥ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামকে ঘিরে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শিব চতুদর্শী মেলা। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। কিন্তু অবরোধ-হরতালসহ দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও শ্রীলঙ্কাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সনাতনী ধর্মাবলম্বীদের এখনও আসতে দেখা যায়নি। এবারের মেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা সম্ভব নয় বলে পুলিশ প্রসাশন থেকে জানানো হয়েছে। শত শত বছর ধরে মহাতীর্থ চন্দ্রনাথ ধামে অনুষ্ঠিত এ মেলাটি পুরো উপমহাদেশের হিন্দুদের জন্য একটি বৃহৎ ধর্মীয় উৎসব। বশেষত ফাল্গুনী শিব চতুর্দশী তিথিতে সীতাকু- শম্ভুনাথ ও চন্দ্রনাথ মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হওয়ায় এ সময় এখানে লাখ লাখ দর্শনার্থীর আগমন হয়। এ বিশাল জনসমাগমকে ঘিরে পাহাড় থেকে মহাসড়ক পর্যন্ত প্রায় ৪ কি.মি. এলাকাজুড়ে বসে রকমারি দোকানপাট। নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি থেকে জানান, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে শিব বাড়িতে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। মেলা বুধবার পর্যন্ত চলবে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ মেলায় আসেন। মেলা উপলক্ষে বিভিন্ন দেশ থেকে সাধু সন্নাসীদেরও আগমন ঘটে। হিন্দু সম্প্রদায় বিশেষ করে নারীরা শিব মন্দিরে শিবের মাথায় দুধ ও ফুল জল দিয়ে দেবতার সন্তুষ্টি কামনা করে। কিছু কিছু পরিবার তাদের সন্তানদের এই মন্দিরে এসে চুল কাটার মানত করে থাকে। মেলা উপলক্ষে হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষ মেলায় আসেন।
×