ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্প যখন জীবিকা

প্রকাশিত: ০৫:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

শিল্প যখন জীবিকা

জীবিকার প্রয়োজনে শিল্পকর্ম চর্চা। বাংলা একাডেমির সামনে তাঁরা বসেন। টাকার বিনিময়ে দর্শনার্থীর ছবি এঁকে চলেন তাঁরা। পোট্রেট প্রতি তারা নেন ২শ’ টাকা করে। এভাবে সারাদিনে তাদের আয় হয় এক হাজার থেকে দুই হাজার টাকা। যারা এক সময় শখের বশে আঁকাআঁকি শুরু করেছিলেন তাঁরাই এখন জীবিকার তাগিদে এটি করছেন। শিল্প কর্মে নিয়োজিত থাকলেও এরা সাধারণত বড় শিল্পী হয়ে ওঠেন না। বাংলা একাডেমির সামনে থেকে সোমবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×