ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতির মামলা মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৫:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

দুর্নীতির মামলা  মির্জা আব্বাসসহ  ৫ জনের বিরুদ্ধে  চার্জশীট

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার আদালতে দুদকের উপপরিচালক হামিদুল হাসান এ চার্জশীট দাখিল করেন। চার্জশীটে বলা হয়, মির্জা আব্বাস গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারী সাত একর সম্পত্তি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে আসামিরা আত্মসাত করেন। ২০১৪ সালের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করে দুদক।
×