ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ এফএ কাপ ॥ শেষ আটে লিভারপুল

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ইংলিশ এফএ কাপ ॥ শেষ আটে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। শনিবার রাতে পঞ্চম পর্বের ম্যাচে দ্য রেডসরা ঘাম ঝরিয়ে ২-১ গোলে পরাজিত করে ক্রিস্টাল প্যালেসকে। পিছিয়ে পড়েও লিভারপুলের জয়ের নায়ক ড্যানিয়েল স্টারিজ ও এ্যাডাম লালানা। এ দু’জনই অতিথিদের হয়ে গোল করেন। স্বাগতিকদের হয়ে গোল করেন ফ্রেইজার ক্যাম্পবেল। লিভারপুল ছাড়াও শেষ ষোলোর নিজ নিজ ম্যাচ জিতে সেরা আটে নাম লিখিয়েছে ওয়েস্টব্রুমউইচ, ব্লাকবার্ন রোভার্স ও রিডিং। ওয়েস্টব্রুমউইচ ৪-০ গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে, ব্লাকবার্ন ৪-১ গোলে স্টোক সিটিকে ও রিডিং ২-১ গোলে হারায় ডার্বি কাউন্টিকে। প্রতিপক্ষের মাঠে ১৫ মিনিটে ইংলিশ স্ট্রাইকার ফ্রেইজার ক্যাম্পবেলের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। এরপর চেষ্টা করেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ব্রেন্ডন রজার্সের দল। বিরতির পর চতুর্থ মিনিটেই (৪৯ মিনিট) সমতা ফেরায় লিভারপুল। গোল করেন ইংলিশ স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। ৫৮ মিনিটে অতিথিদের জয় নিশ্চিত করা গোলটি করেন মিডফিল্ডার এ্যাডাম লালানা। আসরের সাতবারের চ্যাম্পিয়নরা এখন শেষ আটের ম্যাচ নিয়ে ভাবছে। লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স বলেন, আমরা এখন পরবর্তী পর্বে ওঠা নিয়ে ভাবছি। ম্যাচে ড্যানিয়েল দারুণ খেলেছে। আশা করি ধারাবাহিকতা ধরে রাখবে সে।
×