ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেডারেশন কাপ শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ফেডারেশন কাপ শুরু আজ

স্পোর্টস রিপোটার ॥ মৌসুম সূচক ফুটবল টুর্নামেন্ট ‘ফেডারেশন কাপ’ শুরু হচ্ছে আজ থেকে। টুর্নামেন্টের প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় মুখোমুখি হবে গ্রুপ-৪ এর ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় মোকাবেলা করবে গ্রুপ-১ এর শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড বনাম ফেনী সকার ক্লাব। টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। টুর্নামেন্টে উপলক্ষে দর্শকদের জন্য বাফুফে যে টিকেট ছাড়বে, তা হচ্ছে গ্যালারি ২০ ও ভিআইপি ৫০ টাকা। টুর্নামেন্টের দলগুলো এবং গ্যালারির দর্শকদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২ দল। বাকি দলগুলো হচ্ছেÑ গ্রুপ-১ : এ টিম বিজেএমসি; গ্রুপ-২ : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, উত্তর বারিধারা ক্লাব; গ্রুপ-৩ : ঢাকা আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব; গ্রুপ-৪ : ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। আসর শুরু উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে রবিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাফুফে ভবনে। এতে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সংবাদ সম্মেলনে মোহামেডানের ম্যানেজার আহমেদ ইমতিয়াজ নকিব বলেন, ‘এটা ঠিক ঐতিহ্যবাহী দল মোহামেডানের সেই আগের জৌলুস আর নেই। তাছাড়া এবার আমরা একটু দেরিতে দল গড়েছি। তরুণদের সমন্বয়ে দল গড়া হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবইÑ তা বলব না। তবে আমরা লড়াই করব।’ দলের অধিনায়ক অরূপ কুমার বৈদ্য বলেন, ‘দুই ধরনের মানুষ আছে। আশাবাদী আর নিরাশাবাদী। আমি এই দলটি নিয়েই চ্যাম্পিয়ন হতে চাই। কেননা ফুটবল এগারো জনের খেলা। আমরা এবার খেলব একটি টিম হয়ে। দলে আছে চার বিদেশী খেলোয়াড়। প্রথম ম্যাচ জিতেই শুভসূচনা করতে চাই।’ জায়ান্ট কিলার হিসেবে প্রতিষ্ঠিত করতে। ক্লাবের ম্যানেজার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমরা চ্যাম্পিয়নশিপ লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে উন্নীত হয়েছি। এর আগেও আমরা জায়ান্ট কিলার হিসেবে নিজেদের পরিচিত করেছি। এবারও চমক দেখাতে চাই এবং নিজেদের জায়ান্ট কিলার হিসেবে প্রমাণ করতে চাই মোহামেডানকে হারিয়ে।’ দলীয় অধিনায়ক জাহিদ হাসান ডালিম বলেন, ‘যে দলটি নিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ লীগের শিরোপা জিতেছি সে দলেরই অধিকাংশ খেলোয়াড় নিয়ে এবারের দলটি গড়া। মোহামেডানের বিপক্ষে কিছু করে দেখাতে চাই।’ ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বলেন, ‘শেখ জামাল সবসময় চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা গত মৌসুমেরই বেশিরভাগ খেলোয়াড়কে নিয়ে দল গড়েছি। নতুনদের মধ্যে পাঁচজনকে এনেছি। এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’ ক্লাবের অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘শেখ জামাল চায় সব ট্রফি জিততে এবং ভাল ফুটবল খেলতে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দলের সবাই ফিট আছে। প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতে আমরা মৌসুমের শুভসূচনা করতে চাই।’ ফেনী সকার ক্লাবের অধিনায়ক আকবর হোসেন রিদন বলেন, ‘জামালের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে চাই। আগের দুই বছর থেকে আমাদের এবারের দলটি ভাল হয়েছে। আমাদের লক্ষ্য গত বছরের স্বাধীনতা কাপের মতো ফেডারেশন কাপেরও ফাইনালে খেলা। আমাদের আত্মবিশ্বাস আছে।’
×