ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিবেই আস্থা কোচ হাতুরাসিংহের!

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

সাকিবেই আস্থা কোচ হাতুরাসিংহের!

মিথুন আশরাফ ॥ ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনারের বাস ভবনের শহীদ মিনারের সামনে কিছুক্ষণ সময় ব্যয় করেন মাশরাফি বিন মর্তুজা। আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশ এই ফেব্রুয়ারি মাসে মাঠে নামবে।’ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ফ্যানপেজে এমনটিই জানিয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহীম। বোঝাই যাচ্ছে প্রস্তুতি ম্যাচগুলোতে দল যতই হারুক, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জেতার প্রেরণা মিলে গেছে। সেই প্রেরণা নিয়েই এখন বিশ্বকাপ খেলতে নামার অপেক্ষায় মাশরাফিবাহিনী। দুই দিন বিশ্রাম শেষে আবারও বাংলাদেশ দল অনুশীলনে নেমেছে। বুধবার আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে নিজেদের ঝালাই করে নিচ্ছেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। রবিবার ক্যানবেরায় অনুশীলন ক্যাম্প করেছে। এ অনুশীলন ক্যাম্পে ব্যাটসম্যানদের দিকেই বিশেষ নজর দিয়েছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে। আর তার আশা, ‘ম্যাচ জেতাবে সাকিব।’ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি করে প্রস্তুতি ম্যাচ হেরেছে বাংলাদেশ। বুধবার বিশ্বকাপ ক্রিকেটের মূল পর্বে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে দলের ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করার প্রয়াসও চলছে। প্রস্তুতি ম্যাচগুলোতে ব্যাটিং ব্যর্থতাতেই দল হেরেছে। সেই হার থেকে শিক্ষা নিয়ে চলছে ব্যাটসম্যানদের ব্যাটিং দৃঢ়তা আরও মজবুত করা। তবে বাংলাদেশ কোচ মনে করছেন সাকিবকেই মুখ্য ভূমিকায় থাকতে হবে। বিশ্বকাপে আফগানিস্তান ও স্কটল্যান্ড ছাড়া অন্য দলগুলোর চেয়ে গ্রুপ পর্বে দুর্বল দল বাংলাদেশই। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড, শ্রীলঙ্কা যে আছে। জিতলে তাই প্রথম ম্যাচেই বাংলাদেশের জেতার সম্ভাবনা অনেক বেশি। ক্যানবেরা টাইমসের সঙ্গে কথা বলে কোচ জানিয়েছেন, ‘কত দূর যাওয়া যাবে তা নিয়ে নয়, এখন ম্যাচ জেতাই আমাদের মূল লক্ষ্য।’ সাকিবকে নিয়ে কোচ জানিয়েছেন, ‘আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার আছে। তিন ফরমেটেই এ মুহূর্তে যিনি সেরা। সে (সাকিব) আমাদের দলের মূল খেলোয়াড়। আমি আশা করছি, সে ভাল পারফর্মই শুধু করবে না, সামনে থেকে দলকে এগিয়েও নিয়ে যাবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমি দেখেছি মেলবোর্ন রেনিগেডসে (বিগব্যাশে) খেলে সে কম্পন তৈরি করেছে। সে বিস্ফোরক ব্যাটসম্যান। সে ম্যাচকে নিয়ন্ত্রণ করতে পারে। সে অনেক দক্ষ বোলারও।’ যে কোন দলের জন্যই প্রথম ম্যাচ জয় খুব জরুরী। বাংলাদেশ সেই জয় নিয়েই ভাবছে। হাতুরাসিংহেও তাই বলেছেন, ‘জয় যে কোন দলের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। এটা অনেক বড় সুযোগ। বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে হবে।’ দলের সামনে এ মুহূর্তে জয় ছাড়া কোন বিকল্পও নেই। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে হেরেছে বাংলাদেশ। এবার বিশ্বকাপেও যদি হার হয়, তাহলে ‘হায় হায়’ রবই উঠে যাবে। এমনিতেই দলকে নিয়ে শঙ্কা আছে। প্রস্তুতি ম্যাচগুলোতে বিশেষ করে আয়ারল্যান্ডের কাছে হারায় বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার শঙ্কাত আছেই সঙ্গে গ্রুপ পর্বের দুই দুর্বল দল আফগানিস্তান ও স্কটল্যান্ডের কাছেও দল হোঁচট খেতে পারে, সেই সম্ভাবনাও তৈরি হয়ে গেছে। কিন্তু কোচ কোনভাবেই জয় ছাড়া ভাবতে পারছেন না, ‘জয়ই সবার আগে। এটিই এক নম্বর ভাবনা। শুধু অংশ নেয়াই সব নয়। জিততে হবে। আমরা আমাদের সামর্থ্য চাহিদামত খেলা দেখাতে চাই।’ যদি সামর্থ্য অনুযায়ী দল খেলতে পারে তাহলে বড় দলগুলোকেও হারানোর দিকে দৃষ্টি দিচ্ছেন কোচ, ‘যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, কয়েকটি ম্যাচে চমকও দেখাতে পারি।’ দ্ইু সপ্তাহ ব্রিসবেনে প্রস্তুতি ক্যাম্প শেষে প্রাপ্তি বলতে ‘জিরো’। চার প্রস্তুতি ম্যাচের চারটিতেই হার হয়েছে। তবে এবার দল ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে জিতবে। এমনই আত্মবিশ্বাস আছে হাতুরাসিংহের। এর কারণ ক্যানবেরার কন্ডিশন। কোচ মনে করছেন অস্ট্রেলিয়ায় যে সময়গুলো কাটিয়েছেন। নিউ সাউথ ওয়েরসের যে কোচ ছিলেন এবং বিগব্যাশে সিডনি থান্ডারের কোচ থাকার সময় যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা কাজে দেবে। ক্যানবেরায় বাংলাদেশ দল ভাল করবে। নিজেই জানালেন, ‘আমি খেলোয়াড়দের সব জানাচ্ছি। আমি এখানে ছিলাম। সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। আমরা অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করছি।’ অবশ্য প্রথম ম্যাচটি নিয়ে যে চাপ আছে তাও জানেন কোচ। তাই তো বলেছেন, ‘শুধু আমাদের নই, চাপ প্রতিপক্ষের জন্যও। প্রথম ম্যাচ, চাপ থাকবেই।’ এই চাপই এখন জয় করতে হবে বাংলাদেশকে। সেই চাপ জয় করতে প্রস্তুতি ম্যাচগুলোতে নীরব ভূমিকায় থাকা সাকিবকেই কিছু করে দেখাতে হবে। সাকিবই জেতাবেন। এমনই মনে করছেন কোচ হাতুরাসিংহে।
×