ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোমা মেরে নাশকতা করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বোমা মেরে নাশকতা করে ক্ষমতায়  যাওয়ার সুযোগ  নেই ॥ রেলমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৫ ফেব্রুয়ারি ॥ রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, পেট্রোলবোমা মেরে, নাশকতা ও সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। ক্ষমতায় যাওয়ার জন্য একমাত্র মাধ্যম জাতীয় সংসদ নির্বাচন। এর কোন বিকল্প নেই। আপনার কোন গণতান্ত্রিক কর্মসূচী নেই। ট্রেনে, বাসে পেট্রোলবোমা মারেন এটা জনগণ বরদাশত করবে না। সর্বহারারা চোরাগোপ্তা হামলা চালিয়েছিল। আপনারাও তাই করছেন। সর্বহারারা নিশ্চিহ্ন হয়েছে, আপনারাও নিশ্চিহ্ন হবেন। মন্ত্রী সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানুষ হত্যার কর্মসূচী প্রতিরোধের আহ্বান জানান। তিনি রবিবার গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন চত্বরে রেলপথ ও ট্রেনে নাশকতা রোধকল্পে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মনসুর আলী সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকেট রহমত আলী, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক হবিবুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা কামাল, রেলওয়ের ডিআইজি এসএম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন প্রমুখ।
×