ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হরতাল-অবরোধে নওগাঁর জনজীবন অতিষ্ঠ

প্রকাশিত: ০৪:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল-অবরোধে নওগাঁর জনজীবন  অতিষ্ঠ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ ফেব্রুয়ারি ॥ দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধ-হরতালে নওগাঁবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে ব্যবসায়ী ও পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকরা ইতোমধ্যেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে। হরতাল চলাকালে বিএনপি ও জামায়াত ঘরানার ব্যক্তিদের দোকানপাট আংশিক খোলা রেখে রীতিমতো ব্যবসা চালিয়ে গেলেও সেদিকে পিকেটারদের নজর নেই। তবে সাধারণ ব্যবসায়ীরা অতীব প্রয়োজনে দোকানের ঝাপ খুললেই সেখানে পিকেটাররা যেন হামলে পড়ে। এমনকি হোটেল-রেস্তরাঁ হরতালের আওতামুক্ত হলেও অতিউৎসাহী পিকেটাররা হোটেল-রেস্তরাঁর ঝাপ খুলতে দেয় না। ফলে হোটেল-রেস্তরাঁ বা মিষ্টির দোকানে কর্মরত কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে শহরের হোটেলপট্টি ও কাপড়পট্টির কয়েক ব্যবসায়ী জানান, নওগাঁ শহরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে সবসময়। এছাড়া পুলিশ, র‌্যাব ও বিজিবি শহরে নিয়মিত টহল দিচ্ছে। এ অবস্থায় যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রয়োজনে পুলিশ পাহাড়ায় তাদের নিজের দোকান একবার সাহস করে খোলে, তাহলে শহরের সব দোকান খুলে যাবে। এখানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কোন লোক নেই। সাধারণ ব্যবসায়ীরা শুধু আওয়ামী লীগের ব্যবসায়ীদের মুখের দিকে চেয়ে আছে। খোদ বিএনপির ব্যবসায়ীদেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে। শহরের একটি করে পট্টি বা মহল্লায় পুলিশ-বিজিবির সহায়তায় আওয়ামী লীগের ব্যবসায়ীরা দোকান খুললেই সাধারণ ব্যবসায়ীরা আর হরতাল মানবে না। দীর্ঘ ১ মাস ১০ দিনে প্রতিটি মানুষের পেটে টান পড়ে গেছে। রবিবার হরতালে দূর-পাল্লার গাড়ি ছাড়া জেলার অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল করেছে।
×