ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাইম ফান্ডের সম্পদ মূল্য ঘোষণা

প্রকাশিত: ০৬:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

প্রাইম ফান্ডের সম্পদ মূল্য ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী খাতে দেশের প্রথম ইউনিট ফান্ড ‘প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের’ নিট সম্পদমূল্য ঘোষণা করেছে প্রাইম ফাইন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। গত বৃহস্পতিবার প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের মোট সম্পদমূল্য ক্রয়মূল্য অনুসারে টাকা ২০ কোটি ৯.১ লাখ ৩৯ হাজার ১৩ এবং বাজারমূল্য অনুসারে টাকা ১৯ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ০৯৪ সব সম্পদ ও দায় নিষ্পত্তির পর প্রতি ইউনিটে ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে নিট সম্পদমূল্য ক্রয়মূল্য অনুসারে টাকা ১০৯.৩০ এবং বাজার মূল্য অনুসারে টাকা ১০২.৯২ ধার্য করা হয়েছে। প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিট সার্টিফিকেটের প্রতিটি ইউনিট বিক্রয় এবং পুনঃক্রয়ের জন্য যথাক্রমে ১০১ টাকা এবং ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কার্যকর হবে।
×