ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেড পাওয়ারের আইপিও লটারি ১৯ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৬:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

ইউনাইটেড পাওয়ারের আইপিও লটারি ১৯ ফেব্রুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) লটারির ড্র হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ওই দিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) আইপিওতে ৭৮৪ কোটি টাকার আবেদন জমা পড়েছে। এটি কোম্পানির চাহিদার তুলনায় প্রায় ৬ গুণের মতো। এর পরিমাণ আরও বাড়তে পারে। গত ১৮ জানুয়ারি বিদ্যুত উৎপাদনকারী এ কোম্পানির আইপিও আবেদন জমা নেয়া শুরু হয়। চলে ২২ জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। সূত্রে আরও জানা যায়, কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে ২৩৭ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে নেবে ১৪২ কোটি টাকা। আর বাকি টাকা নেয়া হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। ১৪২ কোটি টাকার বিপরীতে ৭৮৪ কোটি টাকার আবেদন জমা পড়েছে। এদিকে আবেদন শুরু হওয়ার আগেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরে কাছ থেকে শেয়ার বিক্রির পুরো টাকাই পেয়ে গেছে কোম্পানিটি। সাধারণ বিনিয়োগকারীর মধ্যে (ব্যক্তি বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী, অনিবাসী বাংলাদেশী ও মিউচুয়াল ফান্ড) ইস্যু করা হবে ১ কোটি ৯৮ লাখ শেয়ার; যার লট সংখ্যা ১ লাখ ৯৮ হাজারটি। অফার প্রাইস অনুসারে এর মূল্য দাঁড়ায় ১৪২ কোটি ৫৬ লাখ টাকা। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩১তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। উল্লেখ্য, ইউনাইটেড পাওয়ারকে ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিডিংয়ের অনুমোদন দেয় কমিশন। ওই সময় প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ৬০ টাকা নির্ধারিত হয়। ৬টা ক্যাটাগরির মাধ্যমে ২৮টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দ্বারা সমর্থন হয়। পরবর্তীতে ২৮ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিডিংয়ে অংশগ্রহণের মাধ্যমে ৭২ টাকা নির্দেশক মূল্য নির্ধারিত হয়েছে।
×