ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩ ম্যাচ খেলার মাইলফলকের সামনে মেসি

বার্সিলোনার প্রতিপক্ষ লেভান্তে

প্রকাশিত: ০৪:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বার্সিলোনার প্রতিপক্ষ লেভান্তে

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় আজ আবারও মাঠে নামছে বার্সিলোনা। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে প্রতিপক্ষ লেভান্তে। চলতি মৌসুমের শুরুতে কিছুটা ছন্নছাড়া হলেও বর্তমানে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লুইস এনরিকের দল। সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে টানা দশ জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। সর্বশেষ গত মাসের ৪ জানুয়ারি পরাজয়ের দেখা পেয়েছিল বার্সা। সেবার রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। এরপর আর কোন ম্যাচেই পরাজয় দেখেনি বিশ্বফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সিলোনা। তাই লেভান্তের বিপক্ষেও জয়ের বিকল্প ভাবছে না বার্সিলোনা। আর লেভান্তের বিপক্ষেই নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন লিওনেল মেসি। লা লিগায় এটি হবে বার্সিলোনার আর্জেন্টাইন তারকার ৩০০তম ম্যাচ। গত নবেম্বরে লা লিগায় টেলমো জারার ২৫২ গোলের রেকর্ড ভেঙ্গেছেন মেসি। আবারও নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকায় লিওনেল মেসির ভক্ত-অনুরাগীরা দারুণ আনন্দিত। তাদের বিশ্বাস মেসি একদিন বিশ্বফুটবলের সব রেকর্ডই ভেঙ্গে দেবেন। লিওনেল মেসির বর্তমান বয়স ২৭। ইতোমধ্যেই অসাধারণ সব পারফর্মেন্স করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একমাত্র ফুটবলার হিসেবে টানা চারবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন তিনি। গতবারও সংক্ষিপ্ত তিনের তালিকায় ছিলেন এই আর্জেন্টাইন। যদিওবা শেষ পর্যন্ত তাকে হারিয়ে ব্যালন ডি’অর জিতে নেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি মৌসুমে বার্সিলোনার হয়ে দুর্দান্ত খেলছেন লিওনেল মেসি। ২০১৫ সালে সব ধরনের প্রতিযোগিতামূলক ১০ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। বার্সিলোনার আক্রমণভাগের দায়িত্বে লিওনেল মেসির সঙ্গে আছেন উরুগুইয়ের লুইস সুয়ারেজ এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বার্সিলোনায় চলতি বছরে ত্রয়ী তারকার সবাই দুর্দান্ত পারফর্মেন্স করছেন। আজও নিশ্চই লেভান্তের বিপক্ষে জলে উঠবেন তারা। স্প্যানিশ লা লিগায় শেষ পাঁচ ম্যাচের সবতেই জয়ের দেখা পেয়েছে লুইস এনরিকের দল। কিন্তু লেভান্তের পারফর্মেন্স একেবারেই বাজে। শেষ পাঁচ ম্যাচের জয় মাত্র দুটিতে। আর বাকি তিন ম্যাচেই পরাজয়ের স্বাদ পায় তারা। লীগে ২২ ম্যাচ খেলে চারটিতে জিতে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে অবস্থান করছে লেভান্তে।
×