ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিটাকের ১০৬ প্রশিক্ষণার্থীকে চাকরি দিল আরএফএল

প্রকাশিত: ০৪:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বিটাকের ১০৬ প্রশিক্ষণার্থীকে  চাকরি দিল  আরএফএল

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর ১০৬ জন নারী প্রশিক্ষণার্থীকে চাকরি প্রদান করল আরএফএল। শনিবার রাজধানীর বিটাক মিলনায়তনে ২১তম কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছে ১০৬জন নারী প্রশিক্ষণার্থীর নিয়োগপত্র হস্তান্তর করেন আরএফএল-এর মানবসম্পদ বিভাগের প্রধান সুমিত চক্রবর্তী। শিল্প সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া (এনডিসি), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক আব্দুল মতিন (এনডিসি), আরএফএল-এর নিয়োগ ব্যবস্থাপক রাহাদ খান এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ৩০৬জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং তাদের মথ্যে ১০৬ জনকে আরএফএল-এর নরসিংদী এবং গাজীপুরের বিভিন্ন কারখানায় নিয়োগ দেয়া হয়। Ñবিজ্ঞপ্তি
×