ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধী রিমন এসএসসি পরীক্ষার্থী

প্রকাশিত: ০৪:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

প্রতিবন্ধী রিমন  এসএসসি পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৪ ফেব্রুয়ারি ॥ লেখাপড়ার অদম্য আগ্রহ এবং শারীরিক প্রতিবন্ধীতার অক্ষমতা তাকে দমিয়ে রাখতে পারেনি। সাঘাটার শারীরিক প্রতিবন্ধী রিমন অনেক বাধা ও কষ্ট অতিক্রম করে সে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম হোসেনের ছেলে রিমন মিয়া। সে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বিদ্যালয় কেন্দ্রেই সে পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছে। জানা গেছে, জন্মগতভাবেই রিমন মিয়ার দুই হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত নেই। এ অবস্থায় লেখালেখি একটু দুঃসাধ্য হলেও সে দু’হাতের কনুই ব্যবহার করে তার জামা-কাপড় গায়ে দেয়াসহ অন্যান্য কাজ করতে শিখে নেয়। সেই সাথে লেখাপড়ার প্রয়োজনে দু’হাতের কনুই দিয়ে কলম চেপে ধরে লিখতে শেখা এবং বই ও খাতার পাতা উল্টানোর কাজও সে রপ্ত করে ফেলে।
×