ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় যাত্রী দোকানি, যুবকসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

সড়ক দুর্ঘটনায় যাত্রী দোকানি, যুবকসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নসিমন উল্টে দুই যাত্রী, গাইবান্ধায় বাস উল্টে এক যাত্রী, বাউফলে লরি টমটম মোটরসাইকেল সংঘর্ষে হেলপার জয়পুরহাটে ট্রাক উল্টে হেলপার, লালমনিরহাটে ট্রাকবচাপায় দোকানি, ঝিনাইদহে মোটরসাইকেল নসিমন সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। খবর নিজস্ব, সংবাদদাতাদের পাঠানোÑ রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী মালবাহী ট্রাকের ধাক্কায় (সেলু মেশিন চালিত) নসিমন উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চার জন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ দুর্ঘটনা। বেলা সাড়ে ১১টার দিকে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে কাঞ্চন থেকে ভুলতাগামী একটি (সেলু মেশিন চালিত) নসিমনকে দ্রুতগামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-২৭৭১) ধাক্কা দেয়। এতে করে নসিমনটি উল্টে গিয়ে ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত হন চার জন। নিহতরা হলেনÑ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কবির হোসেন (২৮), আব্দুল করিমের ছেলে ইসমাইল হোসেন (২৪)। গাইবান্ধা ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমিনুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া এলাকার আবেদ আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। বাউফল ॥ বাউফলের বদরঘাটা এলাকায় মালবাহী লরি, টমটম ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে সোহরাব হোসেন (৪৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছে ৬ জন। জয়পুরহাট ॥ কালাই-হারুঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আলু বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে রাস্তার ধারে খাদে পড়ে গেলে ট্রাকের হেলপার ইলিয়াস আলী ঘটনাস্থলে মারা যায়। লালমনিরহাট ॥ কালীগঞ্জে ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এতে ঘটনা স্থলেই ট্রাকচাপা পড়ে দোকানি আব্দুস সামাদ (৫৫) মারা যান। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টায়। ঝিনাইদহ ॥ মহেশপুরে মোটরসাইকেল ও নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফরিদুর রহমান মিন্টু শেখ (৩৫) নিহত হয়েছে। শনিবার বিকেলে মহেশপুর শহরের জমিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
×