ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে অবহেলায় রোগীর মৃত্যু ॥ হামলা ভাংচুর

প্রকাশিত: ০৪:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

দিনাজপুরে অবহেলায় রোগীর মৃত্যু ॥ হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগে এক বিষপান করা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে হাসপাতালে হামলা চালিয়েছে নিহত রোগীর স্বজনরা। এ সময় এক ওয়ার্ডবয় আহত হয়েছেন। জানা গেছে, জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের মোঃ ইমান আলীর পুত্র মোঃ সাকিব (১৮) বিষপান করে। শুক্রবার রাতে পরিবারের লোকজন সাকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ওয়ার্ডবয় নন্দলাল রায় জরুরী বিভাগে রোগীকে নিয়ে যায়। সেখানে রোগীর পাকস্থলী থেকে বিষ বের করার জন্য পেটে পানি ফুকানো হয়। এ সময় হঠাৎ ট্যাপের পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে রোগী মারা যায়। এই ঘটনায় রোগীর লোকজন ক্ষিপ্ত হয়ে হাসপাতালে হামলা চালায়। এ সময় ওয়ার্ডবয় নন্দলাল আহত হয়। পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যান। ওয়ার্ডবয় নন্দলাল রায় জানান, রোগীর চিকিৎসা চলাকালে সময়ে হঠাৎ ট্যাপে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়ে রোগী মারা যায়। এরপর রোগীর বড় ভাই মোঃ শাহিন ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক আমার ওপর হামলা চালায়। আমি পালিয়ে গিয়ে দ্বিতীয় তলায় আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী রায় জানান, হঠাৎ বেশকিছু যুবকের হামলায় আমরা আত্মরক্ষার্থে দ্বিতীয় তলায় আশ্রয় গ্রহণ করি।
×