ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেসরকারী ভার্সিটি পরিচালনায় শর্ত না মানলে আইনী ব্যবস্থা ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বেসরকারী ভার্সিটি পরিচালনায় শর্ত না মানলে আইনী ব্যবস্থা ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রয়োজনীয় শর্ত যারা বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন। অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত, শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ড. মুশফিক এম. চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী প্রমুখ। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে যেসব শর্ত বাস্তবায়নের কথা বলা হয়েছিল, তা অনেকে বাস্তবায়ন করলেও কিছু প্রতিষ্ঠান তা করেনি বা করতে ব্যর্থ হয়েছে। তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনী ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কোন প্রকারের ছাড় দেয়া হবে না। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশকে আরও আধুনিক করতে শিক্ষার্থীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করা হবে। আর ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। এখন আর সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় আলাদা করে দেখা হয় না। শিক্ষার মান উন্নয়নে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপরও জোর দেয়া উচিত। সমাবর্তনে দুই হাজার ৮৯৪ জনকে সনদ প্রদান করা হয়। সমাবর্তন বক্তা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই দেশ অনেক মহান ব্যক্তিকে জন্ম দিয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের এখান থেকেও অনেক মহান ব্যক্তির জন্ম হবে। তবে এজন্য সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী আশাপ্রকাশ করে বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই মধ্যম আয়ের দেশে পরিণত হবে। একই সঙ্গে ২০২১ সালের মধ্যেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশও দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।
×