ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

এনবিসির সংবাদ উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস বরখাস্ত

প্রকাশিত: ০৬:২১, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

এনবিসির সংবাদ উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস  বরখাস্ত

সংস্কৃতি ডেস্ক ॥ মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির সংবাদ উপস্থাপক ব্রায়ান উইলিয়ামসকে ৬ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। ইরাকে হামলার ব্যাপারে বিভ্রান্তিকর সংবাদ প্রদানের দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে। গণমাধ্যম জানায় অমার্জনীয় কর্মের জন্য সংবাদ উপস্থাপক উইলিয়ামসকে বরখাস্ত করা হয়েছে। এই ৬ মাসে সে কোন বেতনও পাবে না। উইলিয়ামস আমেরিকার সবচেয়ে জনপ্রিয় একজন সংবাদ উপস্থাপক। ইরাকে এইটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করায় তাকে বরখাস্ত করা হয়। তবে তিনি পরবর্তীতে নিজের ভুল স্বীকার করেছেন। গত সপ্তাহে তিনি এক লাইভ অনুষ্ঠানে ওই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। এ প্রসঙ্গে উইলিয়ামস বলেন, ১২ বছর আগের ঘটনা পুনরায় টেনে এনে আমি ভুল করেছি। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, কিছুদিন তিনি উপস্থাপনা থেকে বিরত থাকবেন। এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। আশা প্রকাশ করে উইলিয়ামস বলেন, সততা এবং নিষ্ঠার মধ্যে দিয়ে ফিরে আসব এবং ক্যারিয়ার আরও দীর্ঘায়িত হবে।
×