ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালবাসা দিবসে ‘মহাজনের নাও’

প্রকাশিত: ০৬:২০, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

ভালবাসা দিবসে ‘মহাজনের নাও’

স্টাফ রিপোর্টার ॥ বাউল শাহ্ আব্দুল করিমের জীবন ও দর্শন নির্ভর ‘মহাজনের নাও’। ভালবাসা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির ৮০তম মঞ্চায়ন হবে। সুবচন নাট্যসংসদের ৩৩তম প্রযোজনার এ নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। বাউল সাধক শাহ্ আব্দুল করিমের সারা জীবনের সাধনা ছিল নিজেকে জানা এবং সৃষ্টিকর্তার রহস্যকে উদ্ঘাটন করা। এর জন্য দেহতত্বকে প্রাধান্য দিয়ে তিনি অনেক গান লিখেছেন। তিনি যেহেতু সুনামগঞ্জের ভাটি অঞ্চলের মানুষ ছিলেন তাই তার গানে তিনি নৌকাকে বেশি ব্যবহার করেছেন নিজের দেহের রূপক হিসেবে। তিনি নিজেকে ভেবেছিলেন যেন কোন এক মহাজনের কাছ থেকে ধার পাওয়া এক নৌকা। যে নৌকার মালিক তিনি নন। শুধু সঠিকভাবে চালিয়ে কোন এক সোনারগাঁওয়ে পৌঁছানোর গুরু দায়িত্ব তার। জীবন সায়ান্থে এসে তার নাও কোন গাঁওয়ে ভিড়েছে সে শুধু তার মহাজন জানেন। শাহ্ আব্দুল করিমের জীবনের জাটিলতা, সঙ্কট এবং তার থেকে উত্তোরণের বিষয়গুলো ‘মহাজনের নাও’ নাটকটিতে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। তার সঙ্গে উঠে এসেছে জীবন ও জগত সম্পর্কে তার বোধ এবং দর্শন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহম্মদ গিয়াস, আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবলু, মনিরুর হোসেন শিপন, সোনিয়া হাসান পবর্ণা, ইমরান হোসেন, রাসেল, তানভীর প্রমুখ।
×